‘গল্পে গল্পে ঈমান শিখি’ শিশুদের জন্য লেখা সুন্দর একটি বই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা। শিশুদের কোমল হৃদয়ে ঈমানের বীজ বপন করা এই বইয়ের উদ্দেশ্য। ঈমান থেকেই তো আমাদের সবকিছুর শুরু। এটিই অঙ্কুর। এই অঙ্কুর একসময় বিশাল বৃক্ষে পরিণত হয়। কালিমায়ে তাইয়িবা শাজারায়ে তাইয়িবার রূপ ধারণ করে। এই বিষয়ে যতই লেখা হোক, তার দাবি শেষ হবে না। তাই অনেক বই বাজারে থাকলেও, এই বিষয়ে নতুন বইয়ের চাহিদা ফুরিয়ে যায়নি। এই বইটির বৈশিষ্ট্য হলো, এতে নতুন আঙ্গিকে নতুন কিছু নিয়ে আসা হয়েছে। বইটির পাণ্ডুলিপি দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, বইটি আমাদের শিশুদের জন্য অনেক উপকারী হবে। আমার মনে হয়েছে, বইটি শিশুদের জন্য লেখা হলেও বড়দের জন্যও উপকারী ও শিক্ষণীয় অনেক কিছু এতে আছে। আমি যেমন প্রভাবিত হয়েছি, আশা করি এর আসল পাঠক-আমাদের শিশুরা এবং বাংলাভাষী ছোট্টমণিরাও প্রভাবিত হবে। আনন্দের সাথে বইটি পড়বে। গল্পের মাধ্যমে তারা ঈমান শিখবে। যাদের হাতেই যাবে, তাদের হৃদয়ে গভীর ঈমানি প্রভাব সৃষ্টি করবে ইনশাআল্লাহ। দোয়া করি, আল্লাহ তায়ালা এই বইকে শুধু বাংলাদেশ আর বাংলাভাষা নয়, সমগ্র বিশ্বের জন্য এবং সকল মুসলিম শিশুর জন্য কবুল করুন। বইটির বহুল প্রচার হোক এবং ঈমানের দাওয়াতে এই বই সুদৃ্ঢ় ভূমিকা রাখুক। মুফতি কিফায়াতুল্লাহ দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারি, চট্টগ্রাম। মুফতি কিফায়াতুল্লাহ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারি, চট্টগ্রাম।