দশটি গল্প, দশটি আলাদা জীবনের কথা বলে, তাদের পারিপার্শ্বিকতা সহকারে। গল্পগুলোর চরিত্র পারস্পরিক মিথস্ক্রিয়ায় যে পরিণামের দিকে এগিয়ে যায় তা হতে পারে আমাদের প্রত্যাশিত অথবা অনভিপ্রেত। কিন্তু যে পরিণতিতেই পৌঁছাক না কেন, সেখানে উপনীত হওয়ার আগে তারা আমাদেরকে কিছু বার্তা দিয়ে যায়; মানবিক অন্তর্দ্বন্দ্বে ক্লিষ্ট, দোলাচলে পর্যুদস্ত, দ্বিচারিতায় ছিন্নভিন্ন, আত্মসমর্পণে নতজানু মানুষগুলো পথের শেষপ্রান্তে যে আলোর দেখা পায় তা কি কেবল মরীচিকা হয়েই রয়! ‘করিডোর’, ‘কল্পত্রাস’, ‘প্রেম’, ‘মন, ‘কেন’, ‘মর্তমান’, ‘উত্তরাধিকার’, ‘পুরস্কার’, ‘লিফট’, ‘বাস’-এ সন্তানের সাথে বিরোধে জর্জরিত পিতা, ভবিষ্যৎ গন্তব্য সম্পর্কে অনিশ্চিত বিদেশ-প্রত্যাগত যুবক, প্রেমে সমর্পিত সদ্য কৈশোরোত্তীর্ণ তরুণ, আত্মশ্লাঘায় নিমগ্ন আটপৌরে নাগরিক, বাণিজ্যের কাছে নিজের মননশীলতাকে হারিয়ে ফেলা প্রাক্তন প্রতিবাদী ব্যক্তি, সমাজের উচ্চস্তরের সদস্য হওয়ার আকাক্সক্ষী ঝকঝকে নারী, পারিবারিক কুসংস্কারে বিপন্ন বিবাহিত তরুণী, রাষ্ট্রীয় স্বীকৃতির বন্দনায় নিয়োজিত কয়েকজন মানুষ, প্রতিষ্ঠার সোপান বেয়ে ওপরে উঠতে চাওয়া উচ্চমধ্যবিত্ত অসাধু ব্যবসায়ী কিংবা একটি নির্দিষ্ট দিনে আকস্মিক কোনো ঘটনায় পরস্পর ভাগাভাগি করে নেয়া অনাকাক্সিক্ষত অভিজ্ঞতার সম্মুখীন যাত্রীবৃন্দ– এরা কিন্তু আমাদের আশপাশের জানাশোনা চরিত্রই আসলে, তাদের পরিণাম শেষাবধি যেমনটাই হোক না কেন। অন্তর্দ্বন্দ্বে মধ্যজীবন আপাত অসংলগ্ন এই মানুষগুলোকে দুই মলাটের ভেতর আবদ্ধ করেছে– যারা কিনা পারস্পরিকভাবে সম্পৃক্ত না হয়েই পাঠককুলের উদ্দেশে অজ্ঞাতে কিছু বক্তব্য নিবেদন করতে চায় অথবা হয়তো চায়ও না।
জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৮১, ঢাকায়। শিক্ষাজীবন: বিসিএসআইআর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ। পরবর্তীতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের ওপর এমবিএ ডিগ্রি অর্জন। ছাত্রজীবনে প্রগতিশীল বামপন্থী ছাত্র রাজনীতির সাথে জড়িত। বর্তমানে বাঙলাদেশ লেখক শিবিরের ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত। প্রকাশিত গ্রন্থ: ‘সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা দর্পিত নখরে বিদীর্ণ আমাদের সময়’; বৃহৎ পুঁজি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি; নেশমিয়ে হোক্সা প্রণীত শ্রেণী ‘সংগ্রামের বিকাশের বিষয়ে আলবেনিয়ার পার্টি অব লেবার-এর বিপ্লবী নীতির কতিপয় মৌলিক প্রশ্ন’ এর অনুবাদ। পেশাজীবন: পাবলিক সেক্টরে সেবা খাতে এবং প্রাইভেট সেক্টরে উন্নয়ন-বিষয়ক প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে প্রশাসনিক কাজের দায়িত্ব পালন। অবসর যাপন: লেখালিখি, বই পড়া, সিনেমা দেখা, গান শোনা।