শাইখ-উল-ইসলাম তাঁর ক্ষুরধার লিখনী ও বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছেন যে, ইসলাম একটি সার্বজনীন শান্তির ধর্ম এবং ইসলামের নামে যে কোন সন্ত্রাসী কার্যকলাপই ধর্মের সরাসরি বিরুদ্ধাচারণ, সম্পূর্ণভাবে ইসলাম বহির্ভূত এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম এঁর নির্দেশিত কুরআন ও সুন্নাহর বিপরীত। শাইখ-উল-ইসলাম ডক্টর মুহাম্মদ তাহির-উল-ক্বাদরীর আরবি, উর্দু ও ইংরেজী ভাষায় লিখিত ১৫০০ এর অধিক কিতাবের মধ্যে প্রায় ছয় শতাধিক কিতাব ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তাঁর প্রায় সাত হাজার বক্তৃতা ইউটিউব, অডিও ভিডিও ক্যাসেট এবং বিভিন্ন সিডি ফরম্যাটে সবার জন্যে সহজপ্রাপ্য করা হয়েছে। তাঁর লিখিত কিতাবগুলো বাংলা, ইংরেজি, আরবি, জার্মান, ড্যানিশ, নরওয়েজিয়ান, হিন্দিসহ বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে। তিনি তাঁর লিখিত কিতাবসমূহ এবং বক্তৃতার জন্যে কোনো প্রকার নজরানা, হাদিয়া কিংবা রয়্যালটি গ্রহণ নিজের জন্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন। শিক্ষা ও দর্শনের প্রচার এবং মুসলিম উম্মাহর নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে সৃষ্টিকুল শিরোমণি সর্বশ্রেষ্ঠ মহামানব নূরে মুজাস্সাম মহানবী হযরত মুহাম্মাদ মুস্তফা a-এঁর আদর্শগত শান্তিময় দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে তিনি একজন স্বীকৃত অগ্রদূত।