আনোয়ার রশীদ সাগর। কবি, গল্পকার ও ঔপন্যাসিক। সাহিত্যের সকল শাখায় তার অবাধ বিচরণ। তিনি জাতীয় দৈনিক, পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইনের সাহিত্য পাতায় নিয়মিত লেখালেখি করে চলেছেন। ‘হারানো অরণ্য’ কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর’র ছোটোগল্পের এক অনবদ্য সৃষ্টি। গল্পকার তার প্রতিটি গল্পে আমাদের চারপাশের যাপিত জীবনের নির্যাস তুলে এনেছেন। গ্রন্থভুক্ত গল্পগুলোতে প্রেম, দোহ, সামাজিক অবক্ষয়, মৌলবাদ, জঙ্গিবাদ, নস্টালজিয়া, সীমান্তে কাঁটাতারের বেড়ায় সীমান্ত এলাকার মানুষের নির্মম জীবন আটকে আছে তা ছাড়াও পশ্চিমাঞ্চলের এক সময়ের আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে তরুণ্যময় যুবসমাজের হারিয়ে যাওয়া। রাজনৈতিক হিংসা, প্রতিহিংসার ছোবলে নিরীহ মানুষের বেহাল দশার চিত্র সুনিপুণভাবে তুলে এনছেন ‘হারানো অরণ্য’র গল্পগুলোতে। এভাবেই কত তরুণ, যুবক হারিয়ে গেছে সবুজ অরণ্যময় পশ্চিমাঞ্চলের মাঠে-ঘাটে-হাটে- তার খোঁজ কজনই বা জানে। ‘হারানো অরণ্য’ গল্পগ্রন্থের গল্পগুলো আমাকে মুগ্ধ করেছে। গল্পের সুনিপুণ জমিন ঘটনা পরস্পরা পাঠককে নিশ্চয় আনন্দ-বেদনার খোরাক জোগাবে-এ কথা নিশ্চিতভাবে বলা যায়। আনোয়ার কামাল কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক সম্পাদক-‘এবং মানুষ’ (সাহিত্য বিষয়ক ছোটকাগজ) ঢাকা।