‘হত্যা বনাম মুক্তচিন্তা’ রিসি দলাই সম্পাদিত সরলরেখা’র পঞ্চম সংখ্যা। হায়-বেদনা জাগানিয়া ছবি! লিখতে পারছি না কিছুই। বিপন্ন বোধ করছি, সত্যিকার অর্থেই...। একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছে; প্রতিকারহীন আমরা, বোবা। তাকিয়ে তাকিয়ে দেখছি, নিরবে। অনুভূতিহীন... চলছে দোষারোপ...। আমার সময়কে আমি দেখছি ছুরির নিচে... অসহায়। এভাবে একটা দেশ চলতে পারে না, একটা সমাজ চলতে পারে না... একটা সময় চলতে পারে না...। আমি সন্দিগ্ধ, উদ্বিগ্ন... বেদনাহত। আজ যা জীবন্ত, সজিব, প্রাণবান-কাল তা স্মৃতি...। অভিজিতের সাথে ছবিটা কেউ আমাকে পাঠিয়েছেন। কী চমৎকার একজন মানুষ...। শুদ্ধস্বর, রশিদ ভাই কতো স্মৃতি...। একটা লিটলম্যাগকে কোথায় নিয়ে আসা যায়, জাতির অহংকারের জায়গায়...। হয়তো আমরা তাকেও হারিয়ে ফেলতাম আরেকটু হলে...। হাসপাতালে তাকে দেখে ভাবতে পারছিলাম না...। রণদীপম একজন প্রিয় মানুষ...। দীপন আপনার সাথে কখনো কথা হয়নি, দূর থেকে দেখেছি বার দুয়েক। আজিজে ভাবির কয়েকটি কথা এখনো কানে বাজে, কোথাওতো কোনো পরিবর্তন হয়নি, কারো কিছু হয়নি, কারো কিছু যায় আসে না... কথা কয়টি বারবার বলছিলেন তিনি...। রশিদ ভাই আপনাকে এদেশে থাকার কথা বলি, সেই সাহস আমার নেই... সরলরেখা’র এ সংখ্যায় বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিন, অন্তর্জালে প্রকাশিত কয়েকটি লেখা একত্রিত করে ‘হত্যা বনাম মুক্তচিন্তা’ শিরোনামে ছাপা হলো।