এই বইয়ের ১১টি গল্পই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিয়ে লেখা। সর্বকালের সর্বশ্র্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুই গল্পগুলোর মূল চরিত্র, তাঁকে নিয়েই বা তাঁকে ঘিরেই কাহিনীগুলো গড়ে উঠেছে। গল্পের মাধ্যমেই তাঁকে নানান মাত্রায় তুলে ধরা হয়েছে। শিশু-কিশোররাতো বটেই, সব বয়সী পাঠকই গল্পগুলো পড়ে স্বাধীনতার স্থপতি জাতির পিতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, পাশাপাশি সাহিত্যের রসও আস্বাদন করতে পারবেন। সবগুলো গল্পতেই বাস্তব ও কল্পনার মিশেল আছে। তাই গল্পগুলো পড়ে পাঠকেরা জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন। বইয়ের ১১টি গল্পের মধ্যে ৭-৮টি ছাপা হয়েছিল ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত স্মরণিকাগুলোতে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, প্রতিবছর জাতির পিতার জন্মদিন ১৭ই মার্চ উপলক্ষে পালিত হয় জাতীয় শিশু দিবস। জাতীয় শিশু দিবস-২০০৯, ২০১০, ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের স্মরণিকাগুলোতেই ৭টি গল্প ছাপা হয়েছিল। এছাড়া আহমেদ রিয়াজ সম্পাদিত ‘বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী’ গ্রন্থে (প্রকাশক ঃ কিশোর বাংলা, অক্টোবর ২০১৯ সাল) ছাপা হয়েছিল ‘রক্ত’ নামক গল্পটি, ‘পালকের পাঠশালা’ গল্পটি ছাপা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া জমজমাট বইমেলা উপলক্ষে প্রকাশিত আলাদা আরেকটি সংকলনে। ‘টুম্পা যাবে বইমেলায়’ (মার্চ, ২০১৫) গল্পটি। ২০১৬ সালের মার্চেও একই সংকলনে ছাপা হয়েছিল ‘পালকের পাঠশালা’ গল্পটি। ‘মধ্য রাতের ঘাতক’ গল্পটি লিখেছিলাম আমি কথাশিল্পী সেলিনা হোসেনের পরিকল্পনায়-- কবুতর ছিল অন্যতম প্রধান বিষয়। বঙ্গবন্ধু কবুতর খুব ভালবাসতেনতো! গল্পটি পড়ে সেলিনা হোসেন আমার অনেক প্রশংসা করেছিলেন। টেলিফোনে বলেছিলেন, গল্পটি আমার মনমতো হয়েছে ÑÑ হয়েছে খুবই সুন্দর। ‘মধ্য রাতের ঘাতক’ নামক সেই গল্পটিও এই বইয়ে ছাপা হল।
শরীফ খান। জন্ম : ৭ এপ্রিল, ১৯৫৩, গ্রাম : সাতশৈয়া, উপজেলা, ফকিরহাট, জেলা : বাগেরহাট। পিতা : খসরু আলী খান । মা : হাশেনা খাতুন। লেখালেখির শুরু ছাত্রজীবন থেকেই। গল্প-উপন্যাস-স্মৃতিকথা-প্রবন্ধ-ফিচার-ভ্রমণকাহিনী সবকিছুই লিখছেন । শিশু সাহিত্যের সাতরঙা জগতেও তার স্বাচ্ছন্দ্য বিচরণ। বাংলাদেশের কীর্তিমান পক্ষী ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও পাখি ও বন্যাপ্রাণী আচরণবিদ শরীফ খানের দীর্ঘ গবেষণার ফল ‘হালতি পাখির বাসা’ ও ‘বড় হালতির ছানা শীর্ষক দুটি প্রামাণ্য ভিডিও চলচ্চিত্র; এই দুটি পাখির বাসা-ডিম-ছানাসহ সব তথ্য-উপাত্ত এদেশে একমাত্র তারই কজায়।। তিনি বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশিত ৮ খণ্ডের শিশু বিশ্বকোষের অন্যতম প্রদায়ক। এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ১০ খণ্ডের বাংলাপিডিয়ারও তিনি অন্যতম প্রদায়ক । পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক খ্যাতনামা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আই,ইউ,সি,এন কর্তৃক প্রকাশিত পাখি ও বন্যপ্রাণী বিষয়ক Red data book প্রস্তুতেও তিনি অনবদ্য ভূমিকা পালন করেন। পুরস্কার : জাতীয় পর্যায়ে অগ্রণী ব্যাংক শিশু-সাহিত্য পুরস্কার, কবি কাদের নেওয়াজ স্মৃতি স্বর্ণপদক, কণ্ঠস্বর স্বর্ণপদক, বাগেরহাট।