কেউ কি বলতে পারেন। হরিদাস পাল ভদ্রলোক কে? আর হরি ঘোষের গোয়ালটাই বা কোথায়? নন্দ ঘোষ কি হরি বাবুর আত্মীয়? এই রকম বেশ কিছু নাম আমাদের চলতি কথায় হামেশাই ব্যবহার হয়। উচ্চ শিক্ষিত মানুষ থেকে পথে ঘাটের রাম, শ্যাম, যদু, মধু সবাই উপরোক্ত মানুষদের সঙ্গে পরিচিত। সবাই জানেন, বেচারি নন্দ ঘোষ মশায়ের ঘাড়ে কারণে অকারণেই দোষ চাপানো যায়। ওই যে রবি ঠাকুরের গান আছে না ...চোর চাই, যে করেই হোক, হোক না সে যে কোনো লোক ছোট বড় মাঝারি সমস্ত গণ্ডগোলে নন্দ বাবু হলেন সেই যে কোনো লোক। গৌর সেনের নাম শুনেছেন ? যিনি টাকা কম পরলেই যোগান দেন? সত্যিই কি ঐ মানুষগুলোকে আমরা চিনি। আমি কিন্তু সবাইকে চিনতাম না। অথচ কথায় কথায় ঐ লোকগুলোর উদাহরণ টানতাম। এই চিন্তা থেকেই ওদের খোঁজ খবর নেওয়া শুরু। হরিদাস পাল, নন্দ ঘোষ, গৌরীসেন চরিত্রগুলোর সুলুক সন্ধান একটা জায়গায় একত্রিত করে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটানোর ইচ্ছে হলো। বিভিন্ন বই, পত্রিকার পাতা, ব্লগ ঘেটে তাদের অনেককে পেলাম। যাদের পেলাম তাদের নিয়ে লেখা শেষ করলাম চলতি কথার মানুষগুলোর সুলুক সন্ধান। চরিত্রগুলো আপনাদের মুখে উচ্চারিত। সুলুক সন্ধান করতে গিয়ে চৌর্য কর্ম করতে হলো, চরিত্রগুলো সম্বন্ধে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত লেখাগুলো সংগ্রহ করলাম, নিজের মতো করে লিখলাম, কিছু কিছু লেখায় মনে হলো বর্ণনা আমার থেকে তার টাই অনেক উত্তম সেই লেখাগুলো সরাসরি কাটপেস্ট করলাম। ফলে অনেকের কাছে কৃতজ্ঞতায় বন্দি হতে হলো। আমার পিতা ইতিহাস গ্রন্থ লেখক, কবি, আবুল কাশেম মাস্টারকে কতটা বিরক্ত করেছি, বলে শেষ করা যাবে না। আইডিয়া প্রকাশন’র প্রকাশক কবি সাকিল মাসুদ, অভিযাত্রিক সভাপতি কবি কথা সাহিত্যিক রানা মাসুদকেও কম বিরক্ত করি নাই। পিতৃতুল্য রেজাউল করিম মুকুলকে বিরক্ত করলাম। বন্ধু বান্ধবদেরও বিরক্ত করেছি এভাবে, একটা লেখা শেষ, তাঁদের পড়ে শুনিয়েছি, শুনতে বাধ্য করেছি, কিছু বাদ গেল কিনা জানতে চেয়েছি বারবার, ফলে অনেকের কাছেই আমি কৃতজ্ঞ। চরিত্রগুলোর নাম শতশত বছর ধরে উচ্চারিত হচ্ছে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন লেখক বিভিন্ন মাধ্যমে তা প্রকাশ করেছেন। নির্দিষ্ট লেখায় নির্দিষ্ট কারো নাম উল্লেখ করলাম না, কারণ অধিকাংশ লেখাই পর্যায়ক্রমে পূর্বের অন্য কোন্ লেখকের লেখা থেকে উদ্ধৃতি দিয়ে লেখা, ফলে মূল উৎস বিভ্রান্ত করেছে আমায়। এভাবে লেখায়, বলায় চরিত্রগুলো শতশত বছর ধরে উচ্চারিত হচ্ছে বলেই হয়ত তারা স্থান করে নিয়েছে আমাদের প্রবাদ প্রবচনে, বাগধারায়। কারো জিজ্ঞাসু মনের পিপাসা সামান্যও যদি মেটাতে পারে আমার এই প্রচেষ্টা তবে নিজেকে সার্থক মনে করব।