১৯৭১ সালে বাংলাদেশের আপামর জনগণ অস্তিত্ব রক্ষা ও মর্যাদার লড়াইয়ে একটি অসম যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। সম্মুখসমরে প্রাণ বিসর্জন দিয়েছেন বহু মুক্তিযোদ্ধা আর বহু মানুষ পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসরদের দ্বারা অত্যাচারিত ও নির্যাতিত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। স্বাধীনতার সিংহপুরুষদের আত্মত্যাগ আমাদের হৃদয়কে আলোড়িত করে, ব্যথিত করে ও গর্বিত করে। অত্যাচারিত জাতির প্রতি অঙ্গীকার ও দায়বদ্ধতা পালন করতে গিয়ে তাঁরা জীবন উৎসর্গ করেছেন জাতির জন্য। সেসব শহিদগণ নতুন প্রজন্মের কাছে রেখে গিয়েছেন বিজয়ের বার্তা, যারা তাদের দেখেন নি বা তাঁদের সম্বন্ধে সঠিক কোন তথ্য নতুন প্রজন্মের জানা নেই। আগামীতে বাংলার মাটির লক্ষ কোটি সন্তানের কাছে তাঁরা বেঁচে রইলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ন্যায়ের পক্ষে লড়াইয়ের বীর সেনানী হিসেবে। তাঁদের কাহিনী সম্বন্ধে এদেশের মানুষ এবং নতুন প্রজন্ম এখনও অনেকাংশে অজ্ঞ। এই ঘটনাগুলোর বেশিরভাগ দলিলবদ্ধ করা হয় নি এবং সেগুলো যেন কালের অতলে হারিয়ে না যায় এবং সবার কাছে যেন এই সত্য ঘটনাগুলো পৌঁছে দেওয়া যায় তাই সঠিক সংরক্ষনের লক্ষ্যে ‘দেশটাকে ভালবেসে-১’ পুস্তকটি রচনার উদ্যোগ নেওয়া হয়েছে।