এটি লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত বিষয়ক প্রামাণ্য ও দলিলসমৃদ্ধ একটি গ্রন্থ। যার প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৪৩৬ হিজরীর শাওয়ালে। দীর্ঘদিন পর মুআসসাসা ইলমিয়্যাহ থেকে প্রকাশিত হল এর সংশোধিত, পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ। এতে আলোচনা করা হয়েছে হাদীসের আলোকে শবে বরাতের প্রামাণ্যতা নিয়ে। শবে বরাত বিষয়ে বর্ণিত মারফু, মাওসুল, মুরসাল- সব প্রকার হাদীস নিয়ে শাস্ত্রীয় আলোচনা করা হয়েছে, হাদীস শাস্ত্রবিদদের উদ্ধৃতিতে। এতে আরও স্থান পেয়েছে- যুগে যুগে মুসলিম উম্মাহ ও বড় বড় ইমামগণের শবে বরাত কেন্দ্রীক বিশেষ আমল ও গুরুত্বের কথা। এতে যারা শবে বরাতকে অস্বীকার করেন তাদের মতামত খণ্ডন করা হয়েছে। তাছাড়া শবে বরাতে কী কী কাজ বৈধ, কতটুকু এবং কীভাবে বৈধ, আর কী কী কাজ বিদআত- এসব নিয়ে নতিদীর্ঘ আলোচনা করা হয়েছে। শবে বরাত কেন্দ্রীক প্রচলিত নানা ভিত্তিহীন ধারণাও খণ্ডন করা হয়েছে। প্রাসঙ্গিকভাবে ওঠে এসেছে: যঈফ হাদীসের উপর আমল করা যাবে কিনা, আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর ক্ষেত্রে সহীহ আকীদা কী, দারুল উলূম দেওবন্দ এর সংক্ষিপ্ত পরিচিতি এবং আরব বিশ্বের বরেণ্য আলেমদের স্বীকৃতির কথা। কিছু বৈশিষ্ট্য: শবে বরাত বিষয়ক বর্ণিত সবগুলো হাদীস নিয়ে দীর্ঘ পর্যালোচনা শাস্ত্রীয় আলোচনা শাস্ত্রবিদদের উদ্ধৃতিতে দারুল উলূম দেওবন্দের মুহতামিম সাহেব এর ভূমিকা হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর তাকরীয হযরত মাওলানা আবদুল মালেক সাহেব নজরে সানি করেছেন ও কিছু সম্পাদনাও করেছে নাম: আল ইতিবার বিমা ওরাদা ফি লাইলাতিন নিসফ মিন শাবান (الاعتبار بما ورد في ليلة النصف من شعبان)