ফ্ল্যাপে লিখা কথা বাংলাদেশের পাখি শীর্ষক গ্রন্থটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রাণিবিজ্ঞান বিষয়ের পাঠ্যসূচি অনুসরণে প্রণীত। নৈসর্গিক সৌন্দর্যের অনাবিল আনন্দে আমাদেরকে সঞ্জীবিত করে প্রকৃতিতে বিরাজমান বিচিত্র প্রজাতির পাখি। তদুপরি প্রাত্যহিক জীবনের অনেক প্রয়োজনে পাখি আমাদের কাজে আসে। ঘন সবুজের এই বাংলাদেশে পাখির প্রকৃত সংখ্যা নিশ্চিত করা এখনও সম্ভবপর হয়নি- অনেক পাখির নামও আমরা জানি না। এই গ্রন্থে এদেশে প্রাপ্ত বেশিরভাগ পাখির বর্ণনা উপস্থাপিত হয়েছে ধারণা করা যায়, এতো বেশি সংখ্যক রঙিন চিত্র সংবলিত গ্রন্থ বাংলাদেশ থেকে বাংলা ভাষায় এ পর্যন্ত প্রকাশিত ঞয় নি। গ্রন্থটিতে সাধারণ আলোচনা ছাড়াও বাংলাদেশের পাখির প্রাথমিক পরিচিতি, পাখির নাম তালিকা ও বৈশিষ্ট্যের বর্ণনাসহ পূর্ণাঙ্গ চেকলিস্ট সন্নিবেশ করা হয়েছে। গ্রন্থটি পাঠ্যক্রমের আওতাধীন ছাত্র-ছাত্রী, শিক্ষক, গবেষক, পাখি-প্রেমী এবং আগ্রহী ব্যক্তিবর্গের কাজে লাগবে। সর্বোপরি পাঠ্যসূচি অনুসরণে বিষয়ভিত্তিক গ্রন্থ প্রণয়নে যথাসম্ভব আধুনিক তথ্য সমৃদ্ধকরণ ও প্রমিত বানানে প্রকাশ করার ক্ষেত্রে বাংলা একাডেমী উচ্চ শিক্ষাস্তরে বাংলায় পাঠ্যপুস্তক অধ্যয়নের অভ্যাস গঠনে অগ্রগণ্য ভূমিকা পালন করে।
ড. রেজা খান ১৯৪৭ সালের ১লা জানুয়ারি ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া আমে জন্মগ্রহণ করেন। পিতা খান মোহাম্মদ জোয়াদের আলী এবং মাতা : আয়েশা খাতুন। তিনি মানিকগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি এবং দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বিএসসি ডিগ্রি অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করে ১৯৭৩ সালে উক্ত বিভাগেই প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীকালে ভারত থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ১৯৭৭ সালে তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের আল-আইন চিড়িয়াখানায় ১৯৮৩ সালে পাখি বিশেষজ্ঞ পদে নিযুক্ত হন। বর্তমানে তিনি দুবাই সাফারি পার্কের প্রিন্সিপাল ওয়াইল্ড লাইফ স্পেশালিস্ট হিসেবে কর্মরত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। তারমধ্যে ওয়াইল্ড লাইফ অব বাংলাদেশ-এ চেক লিস্ট, বাংলা একাডেমি প্রকাশিত তিন খণ্ডের বাংলাদেশের বন্যপ্রাণী ও বাংলাদেশের পাখি; পাখির রাজ্য, বার্ডস অব দুবাই-এ পিকটোরিয়াল গাইড বেশ উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি ২০১১ সালে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ২০১২ সালে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পদক, ২০১৬ সালে স্টার লাইফ টাইম অ্যাওয়ার্ড এবং ২০২২ সালে সিটি ব্যাংক তরুপল্লব জীববৈচিত্র্য পুরস্কারে ভূষিত হন। সম্প্রতি ২০২২ সালে তাঁকে বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয়।