প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ড. রেজা খান
ড. রেজা খান ১৯৪৭ সালের ১লা জানুয়ারি ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া আমে জন্মগ্রহণ করেন। পিতা খান মোহাম্মদ জোয়াদের আলী এবং মাতা : আয়েশা খাতুন। তিনি মানিকগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি এবং দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বিএসসি ডিগ্রি অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করে ১৯৭৩ সালে উক্ত বিভাগেই প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীকালে ভারত থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ১৯৭৭ সালে তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের আল-আইন চিড়িয়াখানায় ১৯৮৩ সালে পাখি বিশেষজ্ঞ পদে নিযুক্ত হন। বর্তমানে তিনি দুবাই সাফারি পার্কের প্রিন্সিপাল ওয়াইল্ড লাইফ স্পেশালিস্ট হিসেবে কর্মরত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। তারমধ্যে ওয়াইল্ড লাইফ অব বাংলাদেশ-এ চেক লিস্ট, বাংলা একাডেমি প্রকাশিত তিন খণ্ডের বাংলাদেশের বন্যপ্রাণী ও বাংলাদেশের পাখি; পাখির রাজ্য, বার্ডস অব দুবাই-এ পিকটোরিয়াল গাইড বেশ উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি ২০১১ সালে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ২০১২ সালে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পদক, ২০১৬ সালে স্টার লাইফ টাইম অ্যাওয়ার্ড এবং ২০২২ সালে সিটি ব্যাংক তরুপল্লব জীববৈচিত্র্য পুরস্কারে ভূষিত হন। সম্প্রতি ২০২২ সালে তাঁকে বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয়।