পুকুর বা জলাশয়সমূহ বর্তমানে একটি আয় সৃষ্টিকারী সম্পদ হিসেবে বিবেচিত। জলসম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অধিক পরিমাণ অর্থ আয় করা সম্ভব। জলাশয়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে মিশ্রচাষ প্রযুক্তি সর্বজনবিদিত এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এ প্রযুক্তিতে জলাশয়ের খাদ্য উৎপাদন স্তরভিত্তিক মাছের খাদ্যাভ্যাস অনুসারে নির্দিষ্ট সংখ্যায় পোনা মজুদ করে প্রতিপালন করা হয়। এ প্রযুক্তি বাস্তবায়নে জলাশয় নির্বাচন, পুকুর প্রস্তুতি, পোনা মজুদ, সম্পূরক খাদ্য প্রয়োগ, সার প্রয়োগ, নির্দিষ্ট সময় মাছ ধরা প্রভৃতি পদক্ষেপ অনুসরণ করতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশে মিশ্র চাষ প্রযুক্তির উপর প্রচুর সংখ্যক গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাৎস্য গবেষণা ইনস্টিটিউট মিশ্র চাষের উপর বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। পরীক্ষালব্ধ ফলাফল অনুসারে দেখা গেছে, যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মিশ্রচাষ পদ্ধতিতে হেক্টর প্রতি উৎপাদন ৬-৯ টন পর্যন্ত করা সম্ভব। কার্পজাতীয় মাছের মিশ্রচাষ সম্প্রসারণের ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে কারিতাস, প্রশিকা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, DANIDA ও অন্যান্য সংস্থার ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়।
Title
বাংলাদেশের মৎস্য ও মৎস্যসম্পদ ব্যবস্থাপনা - ৩য় খণ্ড