গ্রন্থ পরিচিতি এই গ্রন্থে তিনটি প্রবন্ধ সংকলিত হয়েছে – ‘কোথা থেকে শুরু করতে হবে – পার্র্টি প্রকাশ্য, না গোপন থাকবে’ (ডিসেম্বর ১৯৮১); ‘আন্তর্জাতিক কমিউনিস্ট মতবিরোধ : চীনের কমিউনিস্ট পার্টি ও আমাদের অবস্থান’ (১৯৮৫) এবং ‘উপরিকাঠামো সংক্রান্ত : বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাম গণতান্ত্রিক জোটের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা’ (১৯৯১)। ‘তিনটি লেখার একই উদ্দেশ্য: পুঁজিবাদ উৎখাত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ উৎখাত করা, ধ্বংস করা কতটা জরুরী – সেটা আমাদের চোখের সামনেই বিশ্ব পুঁজিবাদের ভয়ংকর দানবীয় তাণ্ডব দেখে বুঝতে পারি, – যারা বুঝতে চাইবেন না তারা কখনোই তা চাননি।... সমসাময়িক পুঁজিবাদ উৎখাত করতে গেলে নেতৃত্ব ও বিশেষ করে বুদ্ধিজীবী শুভানুধ্যায়ীদের দক্ষিণ এশিয়া সম্পর্কে গভীর অধ্যয়ন ও অনুশীলন একান্তই জরুরী। একটি দেশ তিনটি দেশে পরিণত হয়েছে – তাও তো অনেকগুলো দশকের ব্যাপার কিন্তু তবুও দেখা যাচ্ছে প্রধানত ঔপনিবেশিক রাষ্ট্রের উত্তরাধিকার; আধুনিকতা ও সাম্প্রদায়িকতা – এই তিনটি দেশের রাষ্ট্রব্যবস্থার পরতে পরতে জড়িয়ে আছে। এবং এই সংকলনের শেষ যে প্রবন্ধটি – যা তিরিশ বছর আগে প্রকাশিত সেখানে আমি প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে ঔপনিবেশিকতা, ঔপনিবেশিক আধুনিকতা, সাম্প্রদায়িকতা, রাষ্ট্র ও অর্থনীতি, এক-জাতিতত্ত্ব, দ্বি-জাতিতত্ত্ব, কংগ্রেস-নেহেরু, মুসলিম লীগ-জিন্না, ভারত প্রশ্নে মার্কস ইত্যাদি প্রশ্নে আমার বক্তব্য আমি স্পষ্ট করেই হাজির করি। বিষয়গুলোর গুরুত্ব তো কমেইনি বরং বেড়েছে।’... নূর মোহাম্মদ
Title
আন্তর্জাতিক কমিউনিস্ট মতবিরোধ চীনের কমিউনিস্ট পার্টি ও আমাদের অবস্থান