মাওলানা তারিক জামিল দা. বা.-এর একটি হৃদয়জাগানিয়া বয়ান সংকলন। তিনি দাওয়াত ও তাবলিগের কাজে বিশ্বব্যাপী চষে ফিরছেন। চমৎকার ও সাবলীল ভাষায় তিনি মানুষকে দীনের পথে দাওয়াত দিয়ে যান। তাঁর দাওয়াতে হাজারো মানুষ ইসলামের পথে এসেছেন। পৃথিবীব্যাপী তাঁর দাওয়াতের কারণে অনেক মানুষ শান্তির ধর্ম ইসলামের পথে এসে নিজেদেরকে ধন্য মনে করেছেন। তাঁর দাওয়াতে পথহারা হতাশাগ্রস্ত মানুষ পেয়েছে নতুন করে বাঁচার প্রেরণা। দাওয়াত ও তাবলিগ ও সাধারণ মুসলমানদের জনপ্রিয় ব্যক্তিত্ব উর্দুভাষী বক্তা অনলাইন ও অফলাইনে সমান জনপ্রিয়। ‘যদি আল্লাহর প্রিয় হতে চাও’ বইয়ের মাধ্যমে পাঠক সমাজকে আল্লাহ বিমুখ লোকদেরকে আল্লাহর পথে ফিরে আসার পথে অনুপ্রেরণা জোগাবে। আল্লাহ মানুষকে মূলত কি বার্তা দিতে চেয়েছেন সে বিষয়ে মাওলানা তারিক জামিল বক্ষ্যমান বইয়ের বয়ানগুলোতে বলতে চেয়েছেন। আল্লাহর প্রিয় হতে হলে আমাদের খুব বেশি কিছু করতে হবে না, বরং তার কাছে তাওবা করতে হবে, নিজের গুনাহরাশির কথা তোলে ধরে তার কাছে মাফ চাইতে হবে। ‘যদি আল্লাহর প্রিয় হতে চাও’ বইটিতে মাওলানা তারিক জামিল দা. বা. অমীয় মূল্যবান কথাগুলো বয়ানের মাধ্যমে খুবই ঝরঝরে ভাষায় উপস্থাপন করা হয়েছে।
তারিক জামিল (যিনি মাওলানা তারিক জামিল নামে অধিক পরিচিত, জন্ম: ১ অক্টোবর ১৯৫৩) একজন প্রভাবশালী পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত, দায়ী এবং তাবলিগ জামাতের সদস্য। ইসলাম প্রচারক হিসেবে তার সাধারণ জীবনযাত্রা এবং পাশাপাশি উর্দু ও আরবিতে সাবলীল বক্তৃতা তাকে মুসলিম বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। মন্ত্রী, ব্যবসায়ী, অভিনেতা, খেলোয়াড় থেকে শুরু করে সকল স্তরের মানুষকে তিনি প্রভাবিত করতে সক্ষম হয়েছেন।[১] শিক্ষাজীবনে তিনি তাবলিগ জামাত দ্বারা অনুপ্রাণিত হয়ে ডাক্তারি পড়াশোনা ছেড়ে নিজেকে ইসলাম শিক্ষায় নিয়োজিত করেছিলেন। ধর্ম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষায় অবদানের অংশ হিসেবে তিনি মাওলানা তারিক জামিল ফাউন্ডেশন, জামিয়া আল হুসায়নিয়া মাদ্রাসা ও মিম একাডেমি প্রতিষ্ঠা করেছেন। ২০২১ সালে তিনি এমটিজে ব্র্যান্ড নামে একটি কাপড় ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় বক্তা হিসেবে তিনি সবসময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম জরিপে শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। তিনি দুইবার প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার জিতেছেন।