"মানসিক সমস্যা" বইটির ১ম ফ্লাপের কিছু কথা: বাংলা ভাষায় মনােরােগ, মনােবিজ্ঞানের উপর খুব বেশি বই যে প্রকাশিত হয়েছে তা নয়। তবুও যে সব বই বের হয়েছে সেগুলাে মূলত দু'ভাগে ভাগ করা যায়। এক ধরনের বই মনােবিজ্ঞানের জনপ্রিয় বিষয়গুলােকে সাধারণ পাঠকের কাছে সহজভাবে প্রকাশ করার তাগিদে করা হয়েছে। তাতে পাঠকগণ সাময়িকভাবে হয়তাে উদ্বুদ্ধ হন, কিন্তু সমস্যার গভীরে বা বিশ্লেষণে যাওয়া হয় না। অন্য ধরনের বইগুলাে বােদ্ধা পাঠক বা শিক্ষার্থীদের জন্য রচিত, বখানে তত্ত্ব কথা ও জটিল মনােবিশ্লেষণই প্রাধান্য পেয়েছে। যার ফলে সাধারণ পাঠক তার ব্যক্তি জীবন ও বাস্তব জীবনে সেগুলাের তেমন কার্যকারিতা খুঁজে পায় না। তাই স্বভাবতই সকল শ্রেণির পাঠকদের জন্য সহজবােধ্য অথচ ব্যক্তিজীবনে তাৎক্ষণিকভাবে প্রয়ােগযােগ্য এমন ধরনের বইয়ের প্রয়ােজনীয়তা ও চাহিদা ব্যাপক। এই চাহিদার কথা মনে রেখেই বর্তমান বইটি রচিত। জীবনে কখনাে উদ্বেগ, টেনশন, উকণ্ঠা, অস্থিরতা, হতাশা, হীনমন্যতা, বিরক্তি, ঈর্ষাকাতরতা, প্রভৃতি সমস্যাগুলােতে আক্রান্ত হননি এটা হলফ করে কেউ বলতে পারবেন না। এসব সমস্যার মনােবৈজ্ঞানিক, বাস্তবসম্মত আলােচনা এই গ্রন্থে সন্নিবেশিত করা হয়েছে।
অধ্যাপক ডা. মােঃ তাজুল ইসলাম একজন সাইকিয়াট্রিস্ট (মনােরােগ বিশেষজ্ঞ)। জন্ম : চাঁদপুর জেলার মতলব থানাধীন পশ্চিম বাইশপুর (বালুচর)। গ্রামে। পিতা : দেওয়ান আবদুল খালেক। তিনি মতলবগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯২ সালে সাইকিয়াট্রিতে উচ্চতর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এরপর। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অধ্যাপক হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। মানসিক রােগের চিকিৎসা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য হু-এর ফেলােশিপ অর্জন করেন ব্যাংকক, থাইল্যান্ড থেকে। পরবর্তী সময় আরাে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। জাইকা ফেলােশিপ পান জাপান থেকে। মনােসামাজিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্বাস্থ্য সাময়িকীগুলােতে যেসব মনোেরাগ বিশেষজ্ঞ ডাক্তারগণ লিখে আসছেন, তিনি তাদের মধ্যে প্রথম সারির একজন। তার মনের সুখ মনের অসুখ ও ‘মানসিক সমস্যা : ধরন কারণ ও প্রতিকার’ ‘শিশুবিকাশ-১, ২, ৩’, ‘টিন-এজ মন : সমস্যা ও সমাধান, ‘উদ্বেগ-টেনশন : মনােবৈজ্ঞানিক সমাধান, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাবােধ : সবল ও মজবুত করার মনােবৈজ্ঞানিক কৌশল” শিরােনামের মনােবিজ্ঞানের বইগুলাে ইতােমধ্যে প্রকাশিত হয়েছে। ডাক্তার ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য একটি ইংরেজি ম্যানুয়েলও তিনি প্রকাশ করেছেন। এছাড়াও তার অনেক মৌলিক গবেষণা-কর্ম রয়েছে। এখনাে লেখালেখি ও গবেষণা কর্মে নিজেকে নিয়ােজিত রেখেছেন। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।