জাতিসংঘ সদর দফতরে উৎকীর্ণ রয়েছে মহাকবি শেখ সাদীর অমর কতিপয় কবিতা পক্তি। কী সেই কবিতার মর্মবাণী? শেখ সাদী কেন ছিলেন কালোত্তীর্ণ কবি? তিন কন্যার পিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্বশুর হিসেবে কেমন ছিলেন? তিন জামাতার সকলেই মহৎ হৃদয়ের এই মানুষটিকে কী পরিমাণ শোষণ-লাঞ্ছনা ও নিগ্রহ উপহার দিয়েছে? এমন সব প্রশ্নের উত্তর অনুসন্ধানের মনোগ্রাহী বিবরণী পাওয়া যাবে ব্যতিক্রমী চারিত্র্যের এই প্রবন্ধ গ্রন্থে । মরমি কবি হাছন রাজার মনজাগানিয়া গান উদ্বেল করে তুলতে সক্ষম হয়েছিল রবীন্দ্রনাথকে । বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ময়মনসিংহের ত্রিশালে স্কুল পড়েছেন । এ ছাড়াও নানা উপলক্ষে নানা আয়োজনে বহুবার এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। বক্তৃতা, সংগীত, ভ্রমণ ব্যপদেশে। বিচিত্র সব অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। নির্জনতার কবি জীবনানন্দ দাশের জীবনের খুঁটিনাটি, বিশ্বনন্দিত সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্করের সাক্ষাৎকার—এমন সব ঋদ্ধ ও কৌতূহল জাগানিয়া উপাদানে পুষ্ট এই গ্রন্থ । ‘আলস্য আমার সবচেয়ে প্রিয়, নারীর চেয়েও প্রিয়'—দুর্দান্ত জনপ্রিয় কবি হেলাল হাফিজের এই বক্তব্য সংবলিত দীর্ঘ সাক্ষাৎকার বেরিয়েছিল প্রথম আলোতে। দারুণ বিতর্ক সৃষ্টি ও সাড়া জাগিয়েছিল সেই একাত্তনিবিড় অকপট আলাপন । কবি সাংবাদিক হাসান হাফিজ তার স্বাদু সহজ গদ্যে পরিবেশন করেছেন আগ্রহ উদ্দীপক অনেক চমকপ্রদ তথ্য। গুরুগম্ভীর বিষয় তিনি প্রাঞ্জল সারল্যে পরিবেশন, উপস্থাপন করেছেন। গভীর তত্ত্বকথা নয়, সজীব সপ্রাণ দ্যুতিময় ব্যঞ্জনা বিশ্লেষণ পর্যবেক্ষণে সমীহ ও স্বাতন্ত্র্যের দাবিদার এই গ্রন্থ 'মরমিয়তার গহিন মর্মে'। শিল্প সাহিত্য অঙ্গনের স্মরণীয় ব্যক্তিত্বদের জীবন, অবদান, মজার ঘটনাবলির বিচিত্র বর্ণিল তথ্যপঞ্জি পাঠকমনকে তৃপ্ত করবে, মেটাবে নিদারুণ ঔৎসুক্য।
হাসান হাফিজের জন্ম নারায়ণগঞ্জের সােনারগাঁও উপজেলার এলাহি নগর গ্রামে, ১৫ অক্টোবর ১৯৫৫। যখন ছিলেন স্কুলছাত্র, প্রথম ছড়া ছাপা হয় ইত্তেফাকের কচি কাঁচার আসরে। পড়াশােনা করেছেন হােসেনপুর হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলা ভাষা ও সাহিত্য,গণযােগাযােগ ও সাংবাদিকতায় এম.এ.(ডাবল)। দীর্ঘ ৪০ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। দৈনিক বাংলায় সূচনা। আরাে কাজ করেছেন জনকণ্ঠ, কলকাতার সাপ্তাহিক দেশ (এখন পাক্ষিক), বৈশাখী টেলিভিশন এবং আমার দেশ-এ। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ ১৪০। সাহিত্য ও সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই লেখক পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার। এর মধ্যে রয়েছে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাঙ্ক শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহাদ্য কবিতা উৎসব সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা, ঢাকা রিপাের্টার্স ইউনিটি লেখক সম্মাননা, কবিতালাপ পুরস্কার, কবি জসীম উদ্দীন স্মৃতি পুরস্কার, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, স্বপ্নকুঁড়ি পদক ইত্যাদি। হাসান হাফিজ বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক, বাংলা একাডেমির জীবন সদস্য। সাহিত্য-সাংবাদিকতা সূত্রে ভ্রমণ করেছেন বিশ্বের ১৫ দেশ। তার স্ত্রী শাহীন আখতার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক। এই দম্পতির একমাত্র সন্তান ডা. শিহান তাওসিফ গৌরব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।