হাফিজ রশিদ খান বলেন: কবিতার নিধুবনে দীর্ঘ ভ্রমণে আছেন মোস্তফা হায়দার। তার সহজ মনের স্তোত্রগুলো ঘাস-গালিচার মতো আনন্দ দেয়। কখনো বা উঁকি দিয়ে যায় বেদনা ও বিমনা সংলাপও। ব্যক্তি তো আসলে নিরংকুশ একা নয়। যৌথতার সঙ্গে তার আংটা জড়িয়েই থাকে কোনো না কোনোভাবে। আর সেই ব্যক্তিসত্তা যখন কবিতার ভ্রামণিক হন, তার অ্যান্টেনায় সমাজসত্তার কিছু-কিছু ধ্বনি-প্রতিধ্বনি তো টংকার তুলবেই।মোস্তফা হায়দার সেই অর্থে সচেতন কবি। তাই রাষ্ট্র ও রাষ্ট্র বহির্ভূত মানুষ ও তাদের ক্ষোভ -ক্রোধের অনুনাদ শ্রুত হয় তার পংক্তির কাতারে। আবার নির্জলা বা কট্টর সচেতনও বলা যাবে না এ কবিকে। কেননা কিছু লোহিতাভ প্রণয়কাতরতাও তাকে গাঢ় করে কাছে টানে মায়া ও মমতার মতো। একটি পুরোদস্তুর মানবিক অস্তিত্বের রাগ -অনুরাগের অক্ষরমালায় মোস্তফা হায়দার সময়ের কণ্ঠস্বর। সময়ের কবিতায় যৌথ কোরাসও। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকজুড়ে কবিতা, লিটনম্যাগচর্চায় মোস্তফা হায়দার নিজেকে বিকশিত করেছেন নিষ্ঠার সঙ্গে। `সাগরকন্যা' নামীয় ছোটকাগজে একালের তরুণ-তরুণীদের সাহিত্যমুখী কলরব মুদ্রিত করে চলেছেন। সাহিত্যচর্চার মানবীয় বিতানে তার কবিতা এদেশের মানুষের, নদী-নিসর্গ, ইতিহাস ও ঐতিহ্যের কথা হৃদয়ের আলোয় উচ্চকিত করে তুলবে, এমন আভাস তার `চৈতালিপার্বনে কাঁচা মাংস' ধারণ করেছে। মোস্তফা হায়দার আগামী দিনগুলোতে কবিতার কমলকামনে প্রস্ফুটিত পুণ্ডরীকের প্রতিভু হয়ে উঠবেন, এই প্রত্যাশা লালন করি অন্তরতলে।
মোস্তফা হায়দার, পিতা আবুল কালাম সন্দ্বীপ,চট্টগ্রাম। প্রকাশিত গ্রন্থ ৯টি কবিতা ৭টি, ছোট গল্প ১টি, শিশুতোষ গল্প ১টি কবিতা গ্রন্থ ১।কলস ভ্ঙ্গে জলের ভারে-জাগৃতি প্রকাশন ২.জীবন্তকন্কালের প্রোতমুখ-সাউন্ড বাংলা ৩.জলের সানকি-সাহিত্যদেশ প্রকাশন ৪.দয়িতার অভিমান-খান পাবলিশার্স ৫.নব্যস্বৈরাচারের বিষফোঁড়-সাহিত্যদেশ প্রকাশন ৬.কাঁদছে স্মৃতির স্বয়ম্ভরা - চর্চাগ্রন্থপ্রকাশ ৭.লাল সবুজের পতাকা পৃথিবীর পাসপোর্ট-দেশজ প্রকাশন ছোট গল্প ১.চৈত্রের বিকেলে-প্রতিভা প্রকাশ ২.ভূতের সাথে লড়াই- প্রথম মুদ্রণ-সাউন্ড বাংলা-২য় মুদ্রণ -তরুমন প্রকাশন সম্পাদনা সাগরকন্যা তরুমন