সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাজারে প্রচলিত অন্যান্য ব্যাকরণের চেয়ে এ ব্যাকরণ বইটি ভিন্ন অঙ্গিকে প্রণীত। কোমলমতি শিক্ষার্থীদের দারুন ক্ষমতা ও অনুভাবন শক্তি বিবেচনা করে এ গ্রন্থের ভাষা যতটুকু সম্ভব সহজ সরল করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা বানান ও বাংলা ভাষা সম্পর্কে বাংলা একাডেমীর হালনাগাদ পরিবর্তন সংস্কার ও সংশোধন অনুযায়ী এ গ্রন্থটির রচিত। উল্লেখ্য এ গ্রন্থটি শুধু শিক্ষার্থী নয় সম্মানিত শিক্ষক বোনেরও আগ্রহ সৃষ্টি করবে। এ গন্ধের প্রতিটি বিষয় ব্যাকরণিক নিয়ম অনুযায়ী বিশ্লেষণ করা হয়েছে। ক্ষেত্রবিশেষ প্রচলিত বানানের মধ্যে ভিন্নতা থাকলে তা পদটীকায় উল্লেখ করা হয়েছে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাজারে প্রচলিত অন্যান্য ব্যাকরণের চেয়ে এ ব্যাকরণটি ভিন্ন অঙ্গিকে প্রণীত। কোমলমতি শিক্ষার্থীদের দারুন ক্ষমতা ও অনুভাবন শক্তি বিবেচনা করে এ গ্রন্থের ভাষা যতটুকু সম্ভব সহজ সরল করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা বানান ও বাংলা ভাষা সম্পর্কে বাংলা একাডেমীর হালনাগাদ পরিবর্তন সংস্কার ও সংশোধন অনুযায়ী এ গ্রন্থটির রচিত। উল্লেখ্য এ গ্রন্থটি শুধু শিক্ষার্থী নয় সম্মানিত শিক্ষকগণের আগ্রহ সৃষ্টি করবে। এ গ্রন্থের প্রতিটি বিষয় ব্যাকরণিক নিয়ম অনুযায়ী বিশ্লেষণ করা হয়েছে। ক্ষেত্রবিশেষ প্রচলিত বানানের মধ্যে ভিন্নতা থাকলে তা পদটীকায় উল্লেখ করা হয়েছে।
Title
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - সপ্তম শ্রেণি ছাত্র ছাত্রীদের জন্য
হায়াৎ মামুদের জন্ম ব্রিটিশ ভারতে, পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া নামে আখ্যাত এক গ্রামে, ১৩৪৬ বঙ্গাব্দের ১৭ আষাঢ় (২রা জুলাই ১৯৩৯) তারিখে । ১৯৫০ সালের সাম্প্রদায়িক দাঙ্গার অভিঘাতে মানসিকভাবে বিপর্যন্ত পিতার হাত ধরে চলে আসতে হয় ঢাকা শহরে । অদ্যাবধি সেখানেই বসবাস । স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করেছেন এ শহরেই। পিএইচ. ডি. ডিগ্রি তুলনামূলক সাহিত্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, প্ৰায় প্রৌঢ় বয়সে। রুশ ভাষা অল্পবিস্তর জানেন, অনুবাদের চাকরি করেছেন প্ৰগতি প্ৰকাশনে, মস্কোয়-সুদূর ও স্বপ্রিল সোভিয়েত ইউনিয়নে বসে । দেশের অভ্যন্তরে চাকরি সর্বদাই শিক্ষকতার-প্ৰথমে কলেজে পরে বিশ্ববিদ্যালয়ে । বর্তমানে অবসর-জীবন যাপন করছেন। বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন শিশুসাহিত্যে । দেশ-বিদেশের সারস্বত সমাজের সঙ্গে যোগাযোগ আছে । সমালোচনা, ছাত্রপাঠ্য বই ইত্যাদি মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ষাটেরও বেশি।