“ইউপিএল সাহিত্য ২০০৩” বইটি সর্ম্পকে কিছু তথ্যঃ এই বার্ষিক সাহিত্য সংকলনটি পূর্বের ধারাবাহিকতার অংশ। এর পূর্ববর্তী প্রকাশনা হিসাবে গত বছর ইউপিএল সাহিত্য সংগ্রহ ২০০২ প্রকাশিত হয়েছে। তারও পূর্বে ১৯৯৯ সাল থেকে ইউপিএল নির্বাচিত বাংলাদেশের কবিতা, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের প্রবন্ধ নামে তিনখণ্ডে এই সংকলনটি প্রকাশিত হয়ে আসছিল। এবারের এই সংকলনটিতে ২০০৩ সালের বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, সাময়িকী, লিটল্ ম্যাগাজিন, অনিয়মিত সংকলনে প্রকাশিত রচনা থেকে একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ১৩টি প্রবন্ধ, ২০টি ছোটগল্প ও ৭৭টি কবিতা সংকলিত হয়েছে। এ কথা সর্বজনবিদিত যে, বাংলাদেশের সাহিত্যের অগ্রগতি ও এখন দেশের সীমানা পেরিয়ে বৃহত্তর পরিমণ্ডলে সমাদৃত। সৃজনশীলতা ও মননশীলতা বাংলাদেশের সাহিত্য সম্ভারকে প্রতিনিয়ত পুষ্ট করে চলেছে। সাহিত্যে আমাদের সামগ্রিক অর্জন মূল্যায়নের জন্য সাহিত্য সংকলনের মতো ধারাবাহিক যে প্রকাশনা থাকা দরকার সেই অভাববোধ থেকেই ইউপিএল সাহিত্য সংগ্রহ বর্ষভিত্তিতে প্রকাশের এই উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদের বিশ্বাস, সুধীজন কর্তৃক ইতোমধ্যেই সমাদৃত এই সংকলনে বাংলাদেশের সাহিত্যচর্চায় প্রতিফলিত সৃজনশীলতা ও মননশীলতার পাশাপাশি চলমান সাহিত্যের সমসাময়িক একটি রেখাচিত্রও পাওয়া যাবে।