ঝিমিয়ে পড়া ব্রিটিশ সাহিত্যে প্রাণ সঞ্চারের জন্যই ফরাসি সাহিত্য পুরস্কার, ‘প্রি গঁকুর’ আদলে একটি পুরস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন টম ম্যাশেলার এবং গ্রাহাম সি গ্রিন নামের দুই ব্রিটিশ প্রকাশক। তবে ১৯৬৯ সালে ‘বুকার পুরস্কার’ নামে কেবল ব্রিটেন এবং আয়ারল্যান্ডের সমকালীন সাহিত্যের উৎকর্ষের প্রয়োজনে এটির সূচনা হলেও ক্রমশ তা ভৌগোলিক সীমা তো বটেই ভাষার সীমাও অতিক্রম করেছে। আজ বিশ্বের সকল ভাষার সমকালীন গুরুত্বপূর্ণ স্বরটি পাঠক চিনে নিচ্ছে বুকার এবং আন্তর্জাতিক বুকারের দীর্ঘতালিকা থেকে। এবং এভাবেই উৎসুক পাঠকের কারণে অনুবাদ সাহিত্যও আজ স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ জনরা হয়ে উঠেছে। ফলে সারা বিশ্বের বইপ্রেমীরা সমকালীন সাহিত্যপাঠে দ্রুততম সময়ে একই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারছেন। বর্তমান সংকলনটি বুকার এবং আন্তর্জাতিক বুকার পুরস্কারপ্রাপ্ত সাতজন লেখকের গল্প নিয়ে। উপন্যাসের বিকল্প গল্প নয়, কিন্তু ঋদ্ধ পাঠকমাত্রই জানেন গল্পেও লেখকের স্বর চেনা যায়। এছাড়া গল্পের সঙ্গে লেখক পরিচিতি, সাক্ষাৎকার এবং গল্পের শৈলী নিয়ে কারও কারও ভাবনা সংযুক্ত হওয়ায় আশা করা যায় কেবল সাহিত্যপ্রেমী পাঠক নয়, সাহিত্যকর্মী লেখকের কাছেও এই আয়োজন মান্যতা পাবে।