মাইলফলক কথাটি বহুল পরিচিত আমাদের কাছে। ইহার আভিধানিক অর্থ হচ্ছে ধারাবাহিকতার ক্রম বা ধাপ। প্রতিটি মানুষেরই জীবন চলার পথ পরিক্রমায় এই ধারাবাহিকতার ক্রম বা ধাপ পেরোতে হয়। আর মানুষের জীবন চলার পথ পরিক্রমা একটি বৃত্তের মত। বৃত্ত যেমন যে বিন্দু হতে যাত্রা শুরু করে, আবার সকল গন্ডি পেরিয়ে সে বিন্দুতেই ফিরে এসে তার গন্তব্য শেষ করে, ঠিক মানুষের জীবনটা ও তেমনি যে বিন্দু হতে যাত্রা শুরু করে, সারা জীবনের পথ পরিক্রমা পাড়ি দিয়ে আবার সে বিন্দুতে ফিরে এসেই যাত্রা শেষ করে। তাই মানুষের জীবন যাত্রার এই বৃত্তটিকে আমি "জীবন বৃত্ত" নামে অবিহিত করেছি। আর জীবন চলার যথোচিত নির্দেশিকাকে আমি মাইলফলক নামে অবিহিত করে আমার এ বহুমুখী রচনা সমৃদ্ধ গ্রন্থটি "জীবন বৃত্তের মাইলফলক" নামে নামকরন করেছি। বইটিতে রয়েছে অভিজ্ঞতা জ্ঞান ও প্রজ্ঞার আলোকে লিখা অনেক নিবন্ধ, কবিতা, আত্মচরিত নিবন্ধ, গল্প, গভেষনামূলক প্রবন্ধ(থিসিস) ও শিশুদের জীবন গড়ার জন্য উপদেশমূলক ছড়া। প্রখ্যাত লেখক সৈয়দ মোস্তবা আলী বলেছেন, "বই কিনে কেউ দেউলিয়ে হয়না" আশা করি আমার লিখা এই বইটি কিনেও কেউ আর্থিক ভাবে দেউলিয়া হবেননা, বরং আপনার ও আপনার সন্তানের জীবন গড়ায় সহায়ক হবে এই বইটি। স্বল্প মূল্যে এই বইটি কিনবেন আর্থিক মূল্যের প্রাধান্য দিয়ে নয় বরং প্রাধান্য দিবেন একজন লেখকের চিন্তা চেতনা কষ্ট ও ত্যাগের মহিমার। মনে রাখবেন আপনার মূল্যায়ন'ই আমাদের ভবিষ্যৎ পথ চলার পাথেয়। তাই বই কিনুন, বই পড়ুন আর জীবন গড়ুন। এটি'ই আমার আকুল নিবেদন। একান্ত নিবেদনে: মোহাম্মদ শাহাদাত হোসেন। রিয়াদ সৌদি আরব।
Mohammad Shahadat Hossain was born on 2nd February 1984 and is currently serving as Assistant Professor in the Department of Law of Bangladesh Islami University, Dhaka. Mr. Hossain completed a Bachelor of Laws LL.B (Hons) and Master of Laws (LLM) from Eastern University, Dhaka. He has recently pursued a Master of Comparative Law (MCL) degree from International Islamic University Malaysia (IIUM). He started his career as a faculty member in the Department of Law of Bangladesh Islami University (BIU) from the year 2009. He has three books and 30 articles published in national and international journals and 14 paper presentations in international conferences held at different destinations. Mr. Hossain is interested in criminology and criminal justice, employment law, international human rights law, human trafficking law, refugee law, and Islamic law.