একটি স্বাধীন দেশের পুলিশ বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা অনেক। পুলিশ এ প্রত্যাশিত ভূমিকা পালনে ব্যর্থ হলে জনসাধারণের সঙ্গে পুলিশের বিচ্ছিন্নতা ও ব্যবধান বেড়ে যায়। স্বাধীনতাউত্তর বাংলাদেশে জনসাধারণের প্রত্যাশাকে সামনে রেখেই পুলিশ কর্মকাণ্ডের দর্শন, ভূমিকা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। সমাজে গতানুগতিক আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ ছাড়াও পুলিশ নারী ও শিশু অধিকার বলবৎ করবে, মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত করবে এবং মানবিক ও সেবামূলক অনেক কর্মকাণ্ড সম্পাদন করবে। বাংলাদেশের পুলিশ বাহিনীর একজন সদস্য আইনের আনুষ্ঠানিক প্রয়োগকারী এবং নিয়ন্ত্রণকারী শুধু নন, তিনি বৃহত্তর সামাজিক কল্যাণ, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং সুশীল সমাজ প্রতিষ্ঠার একজন অনুঘটক বটে। অন্যদিকে পুলিশ যেন এ সমাজের সেবক, জনসাধারণ গ্রাহক। এ আদর্শকে সামনে রেখে এ গ্রন্থে আইন ও বিভাগীয় নীতিমালার প্রায়োগিক বিশ্লেষণ সন্নিবেশিত হয়েছে। আমার বিশ্বাস যে কনস্টেবল সারগ্রন্থে সে সমস্ত বিষয়াদি সন্নিবেশিত হয়েছে যা একজন স্বাধীন দেশের পুলিশ বাহিনীর একজন সদস্যের জানা দরকার। বইটি যাদের উদ্দেশ্যে রচিত হয়েছে, তারা নিশ্চয়ই উপকৃত হবেন বলে আশা করি।