নিজের ছবি সংবলিত ডাকটিকেট বের করার নির্দেশ দিলেন ইয়াহিয়া। কিছুদিন পর ডাক ও তার মন্ত্রীকে ডেকে টিকেট কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলেন। শুনে মন্ত্রী বললেন, পূর্ব পাকিস্তানে টিকেট একেবারেই বিক্রি হচ্ছে না। ইয়াহিয়া অবাক হয়ে জানতে চাইলেন, কেন? : টিকেট খামে সাটা যাচ্ছে না। : টিকেটে আঠা লাগানো নেই? : আছে। কিন্তু বজ্জাত বাঙালিরা টিকেটের নিচে থুতু না দিয়ে উপরে থুতু দিচ্ছে। বইটিতে এমন প্রায় তিনশ কৌতুক রয়েছে। কৌতুকগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রকাশিত প্রতিটি কৌতুকই পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, জেনারেল নিয়াজী, রাও ফরমান আলী এবং তাদের দোসর সেইসব রাজাকার, আলবদর, আলশামসদের নিয়ে। কৌতুকগুলো পাঠককে ১৯৭১ এ তাদের ঘৃণিত কার্যক্রমের কথাগুলো মনে করিয়ে দিবে। হাস্যরসের মাধ্যমে পাঠক জানতে পারবে একাত্তরের ইতিহাস। লেখক পরিচিতি : তাপস রায়। জন্ম : ৭ মাঘ, শনিবার ১৩৮৬ বঙ্গাব্দ; সিরাজগঞ্জ জেলার সোহাগপুর গ্রামে। মা তাপসী রায়, বাবা প্রভাতচন্দ্র রায়ের প্রথম সন্তান। পড়াশোনা শেষ করে দৈনিক আজকের কাগজ-এ সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু। বিভিন্ন জাতীয় দৈনিকে পেশাবিষয়ক ক্রোড়পত্র, ম্যাগাজিন সম্পাদনা করেছেন। দৈনিকগুলোতে এখন পর্যন্ত চার শতাধিক রম্যরচনা, ছড়া, কিশোর গল্প এবং নিবন্ধ প্রকাশিত হয়েছে। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়াতেও রয়েছে সমান পদচারণা। টেলিভিশনের জন্য নাটক এবং কেরিয়ার, ফ্যাশন, ইতিহাস বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন। বর্তমানে দৈনিক সকালের খবর-এ পেশাবিষয়ক ক্রোড়পত্র এবং শিশুদের পাতা সম্পাদনার দায়িত্ব পালন করছেন।