বাংলাদেশের মানুষের জীবন সংগ্রাম এবং বাঙালির স্ব-শাসিত হবার গল্প ইতিহাসের নানান উপাত্ত দিয়ে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা প্রতিফলিত হয়েছে ফরিদ আহমদ দুলাল-এর অনুসন্ধানী বয়ানে চিত্ৰিত 'বাংলাদেশের জন্মকথা' গ্রন্থে। লেখক তাঁর পাঠ-অভিজ্ঞতার আলোকে তুলে এনেছেন ইতিহাসের নানান উপাত্ত। বাঙালির সংগ্রামের নানা বাঁকে আলো ফেলে এসে উপনীত হয়েছেন ১৯৭১-এর মুক্তিযুদ্ধে। বিশাল ক্যানভাসের এ চিত্রপটে অসংখ্য অনুষঙ্গের উপস্থাপন যেমন আছে, তেমনি অগণন প্রসঙ্গ এখানে অনুচ্চারিতও আছে; তারপরও গ্রন্থটিকে বাঙালির স্বাধিকার আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করা যায় । অকপটে বলা যায় 'বাংলাদেশের জন্মকথা' গ্রন্থটি অনুসন্ধিৎসু পাঠকের তৃষ্ণা নিবারণের পাশাপাশি ইতিহাসের গূঢ় সত্য আবিষ্কারের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে সক্ষম হবে। বাঙালির জাতিসত্তা বিকাশের বিভিন্ন পর্যায়ে স্বপ্নবুনন এবং স্বপ্নের দ্বিধা-দ্বন্দ্বকে সমন্বয় করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের মুন্সিয়ানা কীভাবে জাতিকে এক তর্জনীর মাথায় ঐক্যবদ্ধ করে সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত করেছে, তা-ও সংক্ষিপ্ত পরিসরের তুলে আনার সার্থক বিন্যাস করেছেন লেখক । আমরা বিশ্বাস করি, নতুন প্রজন্মের পাঠক এ গ্রন্থ পাঠে নতুন করে ইতিহাস অধ্যয়নে ব্রতী হবেন; আর নতুন প্রজন্মের পাঠকের কথা মাথায় রেখেই আমাদের এ গ্রন্থ প্রকাশের উদ্যোগ। আশা করি বইটি আগ্রহী পাঠকের জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে । - প্ৰকাশক
ফরিদ আহমদ দুলাল ; জন্ম ১৮ মে ১৯৫৬, ময়মনসিংহে। বাণিজ্যে স্নাতকোত্তর ফরিদ আহমদ দুলাল-এর বেড়ে উঠা ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলে। সময়ের সকল সংকট মাড়িয়ে তিনি হয়ে উঠেছেন শিল্প-সাহিত্য অঙ্গনের অনিবার্য একজন। চার দশকের অধিককাল ধরে লেখালেখির সাথে সম্পৃক্ত থেকে গড়ে তুলেছেন নিজেকে; সম্পন্ন করে গড়েও নিয়েছেন; নিজেকে অতিক্রমও করেছেন বারবার | সাহিত্যের বিভিন্ন শাখায় লিখেছেন নিষ্ঠার সাথে এবং প্রতিটি শাখাতেই যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আটটি নাটক, একটি গল্প, একটি উপন্যাস ও তিনটি গবেষণা গ্ৰন্থঃ নাটক কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ লেখার পাশাপাশি নিজেকে গবেষণাকর্মেও নিয়োজিত করেছেন; লোকসংস্কৃতির পীঠস্থান 'বৃহত্তর ময়মনসিংহের লোকসংস্কৃতি শনাক্তকরণ, মূল্যমান নির্ধারণ ও মেধাস্বত্ব সংরক্ষণ” শিরোনামের কাজে নিজেকে যুক্ত করেছেন বাংলাদেশের লোকসংস্কৃতি শনাক্তকরণ, মূল্যমান নির্ধারণ ও মেধাস্বত্ব সংরক্ষণ' প্রকল্পে। পরবর্তীতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে প্রফেসর সিরাজুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের প্রবাদ-প্রবোচন’ ও কবি মুহম্মদ নূরুল হ্রদার নেতৃত্বে বাংলাদেশের লোকসংগীত’ বিষয়ক গবেষণা ও গ্রন্থের কাজ করেন। সফল সংগঠক, ছােট-কাগজ সম্পদক, সংস্কৃতজন ফরিদ আহমদ দুলাল-এর নিষ্ঠা ও আন্তরিকতার কাছে।