তুষারশুভ্র, কিরীটশোভিত হিমালয়। সে শুধু ভয়ঙ্কর সুন্দরই নয়, রহস্যময়ও বটে। তার বরফাবৃত নির্জন প্রান্তরে, অন্ধকার পর্বতকন্দর-পাতালগুহায় কত যে গোপন রহস্য লুকিয়ে আছে কে জানে! তেমনই এক রহস্যর নাম-তুষার মানব। বিশ্বাস-অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আজও যার সন্ধান চলছে... অথবা কোস্টারিকার সেই কুয়াশা বন। ঘন কুয়াশার আড়াল থেকে যেখানে আবির্ভূত হয় এক অদ্ভুতদর্শন রক্তচোষা-চুপাকাবরা। হৃৎপিণ্ড ছিন্ন করে যে রক্ত চুষে খায়। কেউ বলে চুপাকাবরা আসলে প্রেতাত্মা, আবার কেউ বলে সে আসলে বিভিন্ন প্রাণীর সংমিশ্রণে তৈরি কোনো এক অদ্ভুত প্রাণী... কিংবা জীবাশ্মের প্রাকৃতিক জাদুঘর 'রাব-আল-খালি' মরুভূমি। মরু যাযাবররা বলে সেখানে নাকি দেখা মেলে দানব কাঁকড়াবিছের! বালির নিচ থেকে বাইরে বেরিয়ে সে টেনে নিয়ে যায় মানুষকে। লক্ষ-কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া দানব কাঁকড়া বিছে-ইউরিপুটেরাস! এদেরই। সন্ধানে সুদীপ্ত আর হেরম্যানের অভিযান হিমালয়ের পর্বত কন্দরে, কোস্টারিকার মেঘ পাহাড়ে, রাব-আল-খালির ঊষর মরুভূমিতে। চাইল্ড আর্মি! শিশুদেরও ব্যবহার করা হয় যুদ্ধর কাজে। আফ্রিকা মহাদেশের ছোট্ট জঙ্গল দেশ-চাদ। ইতিহাসবিদ জুয়ান আর দীপাঞ্জন গিয়ে পড়ে সেই 'চাইল্ড আর্মি'র কবলে। যাদের নির্দয়ভাবে ব্যবহার করে যুদ্ধরাজ জঙ্গিগোষ্ঠীরা... ইতিহাসের গন্ধমাখা লোককথার রবিনহুডের শেরউড বনের জমিদার বাড়ি। রহস্যময় সে বাড়ির প্রহরী হল অদ্ভুতদর্শন দাঁড়কাকের দল। এক কবন্ধ প্রেতাত্মা সেখানে ঘুরে বেড়ায় কীসের সন্ধানে? ইতিহাসের খোঁজে? ইতিহাসের সন্ধানে জুয়ান আর দীপাঞ্জন উপস্থিত হয় সেখানে। তারপর? এক মলাটে পাঁচটি গা-ছমছমে অ্যাডভেঞ্চার উপন্যাস...