আবদুল মতিন খান। সাহিত্যাঙ্গনে অতি পরিচিত একটি নাম। তিনি প্রাবন্ধিক, নাট্যকার ও কলাম লেখক। দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে নিয়মিত তাঁর পাঠক নন্দিত লেখা বাংলা ভাষাভাষীদের কাছে গভীর আকর্ষণ সৃষ্টি করে। তাঁর লেখার উপজীব্য বিষয় সমকালীন রাজনৈতিক, সামাজিক বিষয়াবলীর নিখুঁত বিশ্লেষণ, ঘটনার পেছনের ঘটনা অবলীলায় তিনি তুলে আনেন তাঁর মতো করে। একজন রাজনৈতিক সচেতন লেখক হিসেবে উপমহাদেশে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। ‘ভাবনা’ প্রবন্ধগ্রন্থটির সবগুলো লেখাই নব্বই দশকে লেখা। তখন তাঁর এসব লেখাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় কলাম আকারে প্রকাশিত হয়েছে। লেখাগুলো সেই সময়কার বাস্তবতায় লেখা হলেও অনেক লেখার আবেদন এখনো ফুরিয়ে যায়নি বা এখনো মনে হবে সে সবের কিছুর বদলায়নি। ঘুণে ধরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অবক্ষয় বিরাজমান তারই নানান চিত্র কিছুটা হলেও লেখাগুলোতে প্রস্ফুটিত হয়েছে। এখানে ৩৮টি প্রবন্ধ স্থান পেয়েছে। সবকটি প্রবন্ধই সুখপাঠ্য এবং পাঠককে কিছুটা হলেও ভাবনার খোরাক দেবে, চেতনায় টোকা দেবে; এমনকি পাঠকের মননে উসকে দেয়ার মতো উপদান তো রয়েছেই। আনোয়ার কামাল কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক সম্পাদক- এবং মানুষ (ছোটকাগজ) ঢাকা।