পাশ্চাত্যে দর্শনচর্চা যতই এগিয়েছে মার্কসবাদ, পিছু হটে নি। ... এ মার্কবাদ যত এগিয়েছে মার্কস-এর কারণে, ততটা এগিয়েছে সৃজনশীল মার্কসবাদ চিন্তাবিদদের কারণে, আবার ততটা পিছিয়েছে 'মার্কসবাদী' দের কারণেই ... এ শতাব্দীর কয়েকজন শক্তিশালী চিন্তাবিদ ও দার্শনিক তা প্রমাণ করেছেন। তাঁদের মধ্যে .... . একজন... আন্তোনিও গ্রামসি। ... কে এই গ্রামসি? নিঃসন্দেহে তিনি বাংলাদেশে ততটা পরিচিত নন, যতটা পাশ্চাত্যে। তবে তাঁকে পরিচিত করার একটি আন্তরিক প্রয়াস এ গ্রন্থ ... খন্দকার সাখাওয়াত আলী সম্পাদিত (আন্তোনিও গ্রামসি : জীবন সংগ্রাম ও তত্ত্ব) উপশিরোনামেই বিষয়বস্তু পরিধির ইঙ্গিত পাওয়া যায়। গ্রন্থটির বিষয়বস্তুগত বিন্যাস অনেকটা যেন এরিস্টটলের সেই আদি-মধ্যে-অন্ত ' . এর বিন্যাসের মতো। গ্রামসি একজন সৃজনশীল মার্কসবাদী। গ্রামসি মার্কাবাদ চর্চায় যে মাইলফলক স্থাপন করলেন, তা একদিকে যেমন ... নব্য বাম-আন্দোলনকে উৎসাহিত করে চলেছে, অন্যদিকে তেমনি তৃতীয় বিশ্বেও বিভিন্ন জাতীয় মুক্তি আন্দোলনে অনুপ্রাণিত করছে। উত্তর আধুনিক দর্শন চর্চার ক্ষেত্রে গ্রামসির অবদান অনস্বীকার্য। ....গ্রন্থটি আমাদেরকে গ্রামসি চর্চায় আরো উদ্বুদ্ধ ও উৎসাহিত করবে। বর্তমান রাজনৈতিক সংকটের শিকার বাংলাদেশে গ্রামসিডচা অবশ্যই একটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, কেননা রাজনৈতিক সংকটের ভেতরই গ্রামসি মার্কসবাদকে প্রয়োগ করার সুযোগ পেয়েছেন বেশি। গ্রামসির মাকস পিছু হটে না।