সব ধর্মের একটি সর্বজনীন সম্মিলনী ব্যাপার থাকে। ঈদ মুসলমানদের সেই সর্বজনীন ধর্মীয় উৎসব। আনন্দ উদযাপন এবং সামাজিক আচার-অনুষ্ঠান মিলিয়ে স্বর্গীয় এক মিলন-আয়োজনের সর্বজনীনতা। এর কেন্দ্রে থাকে শিশুরা। শিশুরাই এর প্রাণবিন্দু। তরুণ-তরুণীরাও রঙিন পোষাক এবং সাজসজ্জা দিয়ে এই আনন্দে পূর্ণতা আনে। এই বইয়ের উদ্দেশ্য শিশুরা নয়, কিন্তু বিষয়টা শিশুদের। কিশোর এবং বড়রা ইদের (ঈদের) বিষয়টা জানুক, এবং শিশুদের কাছে তা সহজভাবে পৌঁছাক, এই আমাদের ইচ্ছা। ঈদ নিয়ে অনেক কথা আছে। দু চারটি প্রসঙ্গই শুধু শিশুদের বইতে থাকে। ঈদের মজা তবু শিশুদের কাছেই। সে রকম বই খুব বেশি নেই। আমাদের চেষ্টা ঈদের মজা এবং ঈদের শিক্ষাকে এক করা। শিশুদের বিষয় নিয়ে লেখা এই বই কিশোর ও ছোট-বড় সবাইকে আনন্দ দেবে, তাদের মাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দেবে তথ্যেরও নানা ফুলঝুরি, এই আশা। একুশে পদকে ভূষিত অধ্যাপক মনিরুজ্জামান রচিত `ঈদের খুশি খুশির ঈদ'। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান ভাষাতাত্ত্বিক। ঐতিহাসিক ভাষাতত্বের গবেষণা ছাড়াও উপভাষা, ক্ষুদ্র-নৃগোষ্ঠিত (Tribal Linguistics) ভাষা এবং সমাজ-ভাষাতত্বে তাঁর কাজ আছে। এর বাইরে তাঁর বিশেষ কাজ রয়েছে লোক-সাহিত্যতত্ব এবং সাহিত্যের নানা মূল্যায়ন ও বিশ্লেষণে। তিনি সৃষ্টিশীল লেখক (কবি, গল্পকার ও গীতিকার) হিসাবেও যথেষ্ট যশোধী। শিশু সাহিত্যের প্রতি তাঁর অকাট্য আকর্ষণ। তাঁর শিশুতোষ গ্রন্থের সংখ্যাও কম নয়।