‘কাসাসুল আম্বিয়া’ বা নবীগণের জীবনের ঘটনাবলী কুরআন, হাদীস ও অন্যান্য ইসলামি সাহিত্য থেকে সংগৃহীত বিভিন্ন কাহিনি সংকলন যা তাফসীরসমূহের সাথে বেশ সম্পর্কিত। কাসাসুল আম্বিয়ায় বর্ণিত বিবরণগুলো ঐতিহাসিক নির্ভুল তথ্য দেওয়ার বিষয়ে নয়, বরং জ্ঞান এবং নৈতিক শিক্ষা লাভের জন্য আমাদের এ আয়োজন। মানবজীবনে অসংখ্য দিক ও বিভাগ রয়েছে, এর প্রত্যেকটি বিষয়ে কুরআন ও হাদিসের সুস্পষ্ট দিক-নির্দেশনা রয়েছে। আর এই দিক-নির্দেশনা যাতে মানুষ সহজেই জানতে পারে এবং সে আলোকে আমল করে সুন্দর জীবন গড়ে দুনিয়া ও আখিরাতের সামগ্রিক কল্যাণ লাভ করতে পারে- এ লক্ষ্যকে সামনে রেখে এ গ্রন্থটি প্রকাশ করা হলো। আমরা নবী-রাসূলগণের জীবন কাহিনি থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। নবি-রাসূলগণের ঘটনাগুলো অনুধাবন করতে পারি। এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারি। ছোটবেলা থেকে আমরা কাউকে না কাউকে অনুকরণ করে থাকি। আর বড় হতে হতে আমরা যেকোনো বিশেষ কিছু ব্যক্তিকে আমাদের অনুকরণের আদর্শ হিসেবে গ্রহণ করে নেই। নবি-রাসূলগণের জীবনী জানা না থাকলে আমরা ভুল মানুষকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করব। আমরা এ গ্রন্থটিতে আল কুরআন ও আল হাদিস থেকে ঘটনাগুলো উপস্থাপন করতে চেষ্টা করেছি। আশা করি জ্ঞানপিপাসু ও আমলকারীরা তা থেকে উপকৃত হতে পারবেন, ইনশাআল্লাহ!