মনিরা ইসলাম একজন প্রবাসী বাঙালি। প্রবাসজীবনে প্রবাসী শিশু-কিশোরদের বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে তিনি নিরলস কাজ করে চলছেন। প্রবাসে মাতৃভাষা শিক্ষার বই খুব একটা নেই বললেই চলে। সে অভাব থেকেই তার অধিকাংশ বই রচিত হয়েছে। ২৪ পৃষ্ঠার বইটিতে শব্দ শিক্ষার আধুনিক কিছু কৌশল ব্যবহার করা হয়েছে। ভাষার ওপর গবেষণা করে ও শিক্ষাকে সহজ করতে এসব পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ‘পড়ি আর লিখি’ শিরোনামে রয়েছে―কল, দল, ফল ও বল। প্রতি শব্দের সাথে প্রতিটি শব্দের রয়েছে মিলও, একই সাথে এই শব্দগুলোর সাথে ছবিও রয়েছে। চার পৃষ্ঠায় রয়েছে ১, ৬, ৯ ও ১০ অংকে এবং কথায়ও রয়েছে এক, ছয়, নয় ও দশ। বইটিতে ছক রয়েছে এই শব্দ ও ছবিগুলোর সাথে। এতে আলাদা খাতা ব্যবহার করার প্রয়োজন নেই। বইয়ের মধ্যেই যেকোনো রঙের কলম ব্যবহার করে লেখা যাবে। বই এবং খাতার এই যে একটি অভিনব ব্যবহার এতে শিক্ষার্থী বইটিকেই সব সময় কাছে রাখতে পারবে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য বইটি একটি উপযুক্ত ও বিজ্ঞানসম্মত বই। লেখক যেহেতু প্রবাসী ফলে বিদেশি শিক্ষার পদ্ধতি তার জানা। সেই জ্ঞান, অভিজ্ঞতা বাংলা ভাষা শেখার পাঠকে সহজ করতে তিনি ব্যবহার করেছেন। এটাই প্রকৃত সত্য যে আমাদের নিজেস্ব শিক্ষা পদ্ধতি এখনো অনেক সনাতন। ফলে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা থেকে পিছিয়ে আছে। নতুন নতুন বিজ্ঞানসম্মত শিক্ষা নিতে হলে অবশ্যই আমাদের শিক্ষাব্যবস্থাকে আরো উন্মুক্ত করতে হবে। বর্ণমালা শেখা, এরপর শব্দ গঠন করা, এরপর হলো একটি অর্থবোধক বাক্য রচনা করতে পারা। আর এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে ধাপে ধাপে শিখতে হবে। আর এই প্রতিটি ধাপেই দরকার একটি বই বা একজন দক্ষ শিক্ষক। মনিরা ইসলামের লেখা এ বইটি যেমন বইয়ের কাজ করবে তেমনি একজন শিক্ষকের ভ‚মিকাও পালন করতে পারবে। যত শিক্ষার পদ্ধতি রয়েছে তার মধ্যে নিজে নিজে শিক্ষার পদ্ধতিই সবচেয়ে উত্তম। কেমনা নিজে নিজে চেষ্টা করে শিখতে পারলে সেই শিক্ষা হয় উপযুক্ত ও কার্যকরী শিক্ষা। এ বইটি শিক্ষার্থীদের শিক্ষকের মতোই শিক্ষা দেবে।