সাতজন গল্পকারের গল্প সূচিবদ্ধ করা হয়েছে বইটিতে। ‘ ’ শিরোনাম দিয়ে বইটির নামকরণ করেছেন বইটির সম্পাদক দেওয়ান আজিজ। গল্পগুলোর নাম ও গল্পকাররা হলেনÑনৌকা চড়ে মামার বাড়ি-রাব্বানী চৌধুরী, ভ‚তের বাচ্চা টিমটিম-দীপু মাহমুদ, সুন্দরী বাঘ-মোহাম্মদ শাহ আলম, দোয়েল-উত্তম ধর, সত্যিকারের রাজকন্যা-নাসিরুদ্দীন তুসী, হাতির সাথী-নীহার মোশারফ এবং ঘুড়ি-দেওয়ান আজিজ। ১৬ পৃষ্ঠার রঙিন এ বইটির বিশেষত্ব হলো এক বইয়ে সাতজন গল্পকারের গল্প মানে প্রত্যেক গল্পকারের গল্পই আলাদা ও মৌলিক। প্রতিটি গল্পের বিষয় যেমন আলাদা তেমনি এর উপস্থাপন কৌশলও ভিন্ন। শিশু-কিশোর উপযোগী এ বইয়ের গল্পে রয়েছে নানা রকম মজার সব কাহিনি। ভ‚তের গল্প পড়তে যারা ভালোবাসো তাদের জন্য আছে ‘ভ‚তের বাচ্চা টিমটিম’ গল্প। টিমটিম একটা ভ‚তের বাচ্চা। ওকে একা রেখে ওর মা-বাবা মানুষকে ভয় দেখিয়ে মজা করতে গেছে। এদিকে বল খুঁজতে গিয়ে টিমটিমকে পেয়ে যায় শীপু। টিমটিমকে সাথে করে সে নিয়ে আসে বাড়িতে। বড়রা টিমটিমকে দেখতে পায় না; কিন্তু ছোটরা তাকে দেখলে ঠিকই চিনে ফেলে। টিমটিম ঘরের মধ্যে হাঁটে; কিন্তু শীপুর মা তাকে দেখতে পান না। তিনি বলেন, ঘরের মধ্যে ইঁদুর এসেছে। কিন্তু যখন তার চুলের ব্যান্ড ফ্লোরে লাফাচ্ছিল তখন তা দেখে শীপুর মা খুব ভয় পান। ‘সুন্দরী বাঘ’ এ বইয়ের একটি মজাদার গল্প। ছেলে বাঘ যদি মামা হয় তবে মেয়ে বাঘ হবে বাঘমামি! আর এক বাঘমামির যন্ত্রণায় বনের সবাই অস্থির হয়ে আছে। তাই তাকে কী করে উচিত শিক্ষা দেওয়া যায় তাই নিয়ে একটা সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বাঘমামিকে দেওয়া হয় সেইমতো সাজা। কিন্তু এই সাজাটা ছিল খুবই হাস্যকর ও মাজাদার। সবাই মিলে বাঘমামির রূপের প্রশংসা করে প্রথমে তার দাঁত ফেলে দেওয়া হয় এবং পরে তার লেজে বেঁধে দেওয়া হয় কাঠের গুঁড়ি। ফলে আর চলতেও পারে না খেতেও পারে না বাঘমামি! বন্ধুদের জন্য উপহার হিসেবে বইটি একটি সেরা উপহার হবে। গল্পগুলো আকারে ছোট হলেও এর যে ব্যঞ্জনা ও ভালো লাগার আবেশ দীর্ঘস্থায়ী হবে মনে ও মননে।
দেওয়ান আজিজ। এ নামেই সাহিত্যজগতে তাঁর পরিচিতি। পুরাে নাম দেওয়ান আজিজুল ইসলাম। জন্ম: ১৯৬৯ সালের ১ জানুয়ারি। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার। জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে।। বাবা: দেওয়ান মাইনুদ্দিন। মা: জামিলা খাতুন। স্ত্রী জুলেখা আক্তার। সন্তান: জান্নাত দেওয়ান অনন্যা ও দেওয়ান আদিব। প্রকাশিত গ্রন্থ চারটি: ১. দস্যিছেলে ও নীলফড়িং ২. শরতদাদুর পঙ্খিরাজ | ৩. সত্য বলা পাখি ৪. নিনিয়া।। সম্মাননা ও পুরস্কার: বাংলাদেশ শিশু একাডেমি (গাজীপুর)। সম্মাননা স্মারক ২০০৯ ছােটোদের মেলা পুরস্কার ২০১০। প্রতিষ্ঠাতা সভাপতি: শরীয়তপুর সাহিত্য পরিষদের।