নীহার মোশারফের লেখা ‘পুপু ও প্রজাপতি’ একটি শিশুতোষ গল্পের বই। বাবার খুব আদরের ছোট্ট সোনামণি পুপু। চারদিক গাছে ঘেরা পুপুদের বাড়ি। দখিনের জানালাঘেঁষা ফুলের বাগান। বাগনের নানা রঙের পাখি, প্রজাপতি খেলা করে। প্রজাপতি রঙের পাখা মেলে ওড়াউড়ি করে। ১৬ পৃষ্ঠার রঙিন এ বইটিতে পুপু আর প্রজাতির মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গল্প রয়েছে। পুপু অনেক কিছু আঁকতে পারে; কিন্তু এখনো প্রজাপতি আঁকা শেখেনি। ওদের বাড়ির জানালায় এসে একটা প্রজাপতি বসলে পুপু প্রজাপতিটি হাত দিয়ে ধরতে চায়। প্রজাপতি অমনি কথা বলে ওঠে! প্রজাপতি পুপুকে বলে, আমার ডানা হাত দিয়ে ধোরো না। হাত দিয়ে ধরলে আমার ডানা ভেঙে যাবে। পুপু তো প্রজাপতির কথা শুনে অবাক হয়ে যায়। এরপর প্রজাপতির সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। ওরা দুজন মিলে নানা কথা বলে। একসময় পুপুর বাবা চলে আসে। তখন প্রজাপতি উড়ে চলে যায়। বন্ধুরা, তোমরা যারা ফুল আঁকতে পারো তারা কি প্রজাপতি আঁকতে পারবে? যদি প্রজাপতি আঁকতে না পারো তবে চেষ্টা করে দেখো পুপুর মতো এমন একটি প্রজাপতির সাথে বন্ধুত্ব করা যায় কি না। বইটিতে পুপু, প্রজাপতি আর পুপুর বাবার ছবি আঁকা রয়েছে। ছবিগুলো এতটাই প্রাণবন্ত যে মনে হবে যেন তোমাদের চোখের সামনে এই গল্পটি দৃশ্যমান হয়ে উঠেছে। এ কথা মনে রাখতে হবে, আমাদের চারপাশে অনেক জীব ও প্রাণী আছে। এরা আকারে অনেকে ছোট-বড় হলেও এদের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। নিজের আনন্দের জন্য এদের বিরক্ত কিংবা আঘাত করা যাবে না। যারা ছবি আঁকতে ভালোবাসো, নানা রঙের সাথে যাদের পরিচয় আছে তারা কিন্তু এই গল্পটি পড়ে অনেক আনন্দ পাবে। ছবি আঁকতে গেলে প্রকৃতির খুব কাছাকাছি থাকতে হয়। আর মনের মধ্যে লালন করতে হয় একটি কল্পনার জগৎ। এই জগতে যারা থাকবে তার সবাই কথা বলতে পারবে। তার চাইলে যা খুশি তাই করতে পারবে। থাকবে না কোনো শাসন-বারণ, বাধা-নিষেধ। বইটি উপহার হিসেবেও দেওয়া যেতে পারে ছোট ছোট বাচ্চা আর বন্ধুদের। ওরা বইটি পেয়ে নিশ্চয়ই খুশি হবে।
ইলশে নদীর তীর ঘেঁষা একটি দ্বীপজেলা ভােলা। ভােলা জেলার বােরহানউদ্দিন উপজেলার ছােট্ট শ্যামলিমা গ্রাম চকঢােষ। সেই গ্রামের কবি নীহার মােশারফ। বাবা আবদুল জলিল মিয়া বেঁচে নেই। মা আনােয়ারা বেগম। বাবার চোখের মণি আর মায়ের স্নেহের আঁচলে বেড়ে ওঠা এই কবি ছেলেবেলা হতেই লেখে আসছেন। নব্বইয়ের শেষদিকে কবির লেখালেখিতে পদার্পণ। লেখেন- কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়াসহ অনেক বিষয় নিয়ে। লেখেন দুই বাংলায়। কলকাতার দেশ আরম্ভ, কবিসম্মেলন, টুকলু, কবিতাসীমান্ত সঞ্চিতা, ভারতবিচিত্রাসহ অসংখ্য পত্রিকায় প্রকাশ পেয়েছে তার কবিতা।। আগামী প্রজন্মের জন্য কবির শিল্পময় সাহিত্য আশার প্রদীপ হয়ে উঠুক।। প্রকাশিত গ্রন্থ : কবিতা : জলপাই রঙে ঘেরা অর্ধদুপুর, নগ্ন শরীর লজ্জার নয় শিশু-কিশাের গল্প : যায়া ও নীলপরি ভূত-ভুতুড়ে বন্ধুপাখি ছড়া : রূপকথার রাজকন্যা