প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নীহার মোশারফ
ইলশে নদীর তীর ঘেঁষা একটি দ্বীপজেলা ভােলা। ভােলা জেলার বােরহানউদ্দিন উপজেলার ছােট্ট শ্যামলিমা গ্রাম চকঢােষ। সেই গ্রামের কবি নীহার মােশারফ। বাবা আবদুল জলিল মিয়া বেঁচে নেই। মা আনােয়ারা বেগম। বাবার চোখের মণি আর মায়ের স্নেহের আঁচলে বেড়ে ওঠা এই কবি ছেলেবেলা হতেই লেখে আসছেন। নব্বইয়ের শেষদিকে কবির লেখালেখিতে পদার্পণ। লেখেন- কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়াসহ অনেক বিষয় নিয়ে। লেখেন দুই বাংলায়। কলকাতার দেশ আরম্ভ, কবিসম্মেলন, টুকলু, কবিতাসীমান্ত সঞ্চিতা, ভারতবিচিত্রাসহ অসংখ্য পত্রিকায় প্রকাশ পেয়েছে তার কবিতা।। আগামী প্রজন্মের জন্য কবির শিল্পময় সাহিত্য আশার প্রদীপ হয়ে উঠুক।। প্রকাশিত গ্রন্থ : কবিতা : জলপাই রঙে ঘেরা অর্ধদুপুর, নগ্ন শরীর লজ্জার নয় শিশু-কিশাের গল্প : যায়া ও নীলপরি ভূত-ভুতুড়ে বন্ধুপাখি ছড়া : রূপকথার রাজকন্যা