শিশু-কিশোরদের ভালো লাগার মতো একটি ছড়ার বই ‘মনটা উদাস হয়’। কবিতা, শিশু-কিশোর গল্প, ছড়াসহ বেশ কিছু বই লিখেছেন নীহার মোশারফ। এই ছড়ার বইটি তার উল্লেখযোগ্য একটি বই। ৩২টি ছড়া নিয়ে এ বইটি সূচিবদ্ধ করা হয়েছে। এই ছড়াগুলো কিশোরদের জন্য খুব উপযোগী। ৪০ পৃষ্ঠার এ বইটির ৩৮ পৃষ্ঠার ছড়াটির নামে এ বইটির নামকরণ হয়েছে। প্রথমেই পড়া যাক এ ছড়াটির কিছু অংশ― ‘সবুজ পাতা, উদাস দুপুর মেঘের বিকেল, জলের নূপুর রাখালিয়ার বাঁশের বাঁশি সুদূর থেকে বয়― পল্লিকবির কাব্য-গানে মনটা উদাস হয়।’ বাংলার প্রকৃতি এতই সিগ্ধ আর শ্যামল যে এই প্রকৃতির মাঝে যে কেউ আউল-বাউল কবি-শিল্পী হয়ে যেতে পারে। আকাশের মেঘ, বনের সবুজ পাতা, নদীর জলের ঢেউ, পাখিদের কলকাকলিতে মুখরিত এ দেশের আকাশ বাতাস। বইটিতে রয়েছে―ভ‚তের ছড়া কাটব না আর, দেখলে মায়ের মুখ, স্বদেশ তখন, বর্ণমালার গান, বাংলা আমার, একাত্তরের গান, বোশেখের ছড়া, কান নিয়েছে, বাবার কিশোরবেলা, কিশোরবেলা, বাবার আদেশসহ আরো বেশ কিছু ছড়া। প্রতিটি ছড়ারই বিষয় যেমন আলাদা তেমনি এ ছড়াগুলো পাঠ করতেও অনেক ভালো লাগবে। ছড়ার একটি প্রধান হাতিয়ার হলো ছন্দ। ছড়া যদি ছন্দবদ্ধ না হয় তবে সে ছড়া আর পাঠযোগ্য হয়ে ওঠে না। রেললাইন ছাড়া যেমন রেল চলতে পারে না তেমনি ছন্দ ছাড়াও ছড়া অচল। ছান্দিক হিসেব নীহার মোশারফের দক্ষতা প্রসংশনীয়। ‘ছুটি’ ছড়ায় তিনি লিখেছেন― ‘যদি ভাবি হাঁটছি আমি সরষেখেতের ভেতর দিয়ে ছুটছি দূরে অনেক দূরে উড়ছি রঙের স্বপ্ন ডানায় অনেক দিনের ছুটি নিয়ে― নেই ভাবনা দেখছি আকাশ মনের ভেতর কটুমপাখি করেছে নাচানাচি― আমি আছি ঠাকুরবাড়ির সাঁকোর কাছাকাছি।’ যেসব শিশু-কিশোরেরা ছড়া পড়তে ভালোবাসে তারা কিন্তু নিজেরাও কিছু ছড়া লুকিয়ে লুকিয়ে লেখে! আসলে আমাদের দেশে এমন একটি বিষয় প্রচলিত আছে যে, পাঠ্য বইয়ের বাইরে কেউ যদি ছড়া-গল্পের বই পড়ে তবে তাদের পড়াশোনা খুব একটা ভালো হয় না। আসলে এ কথার কোনো ভিত্তি নেই। বরং সৃজনশীল বই পাঠের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মেধার প্রকৃত বিকাশ ঘটে। তাই লুকিয়ে লুকিয়ে নয় প্রকাশ্যেই লেখার চর্চা করা যেতে পারে আর লেখার আগে বেশি বেশি পড়তে হবে এ ধরনের ছড়ার বই সংগ্রহ করে।
ইলশে নদীর তীর ঘেঁষা একটি দ্বীপজেলা ভােলা। ভােলা জেলার বােরহানউদ্দিন উপজেলার ছােট্ট শ্যামলিমা গ্রাম চকঢােষ। সেই গ্রামের কবি নীহার মােশারফ। বাবা আবদুল জলিল মিয়া বেঁচে নেই। মা আনােয়ারা বেগম। বাবার চোখের মণি আর মায়ের স্নেহের আঁচলে বেড়ে ওঠা এই কবি ছেলেবেলা হতেই লেখে আসছেন। নব্বইয়ের শেষদিকে কবির লেখালেখিতে পদার্পণ। লেখেন- কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়াসহ অনেক বিষয় নিয়ে। লেখেন দুই বাংলায়। কলকাতার দেশ আরম্ভ, কবিসম্মেলন, টুকলু, কবিতাসীমান্ত সঞ্চিতা, ভারতবিচিত্রাসহ অসংখ্য পত্রিকায় প্রকাশ পেয়েছে তার কবিতা।। আগামী প্রজন্মের জন্য কবির শিল্পময় সাহিত্য আশার প্রদীপ হয়ে উঠুক।। প্রকাশিত গ্রন্থ : কবিতা : জলপাই রঙে ঘেরা অর্ধদুপুর, নগ্ন শরীর লজ্জার নয় শিশু-কিশাের গল্প : যায়া ও নীলপরি ভূত-ভুতুড়ে বন্ধুপাখি ছড়া : রূপকথার রাজকন্যা