Allamah Abul Fazl's The Akbar Nama will always retain its fascination and charm as a minute account of the customs and traditions of the people of India during the reign of Akbar, the ablest of the Mughal emperors, who has been so much extolled by historians for his sagacious statesmanship, dexterous diplomacy and military skill. The historical importance of this admirable treatise of reference is further enhanced by the fact that its author was Akbar's intimate friend and confidential adviser, and therefore, had access to information at fust hand. The three volumes cover the period from 1542 A.D. to 1605 A.D., and each volume contains introduction, various explanatory notes from Mr. Beveridge and an index at the end. H. Beveridge, with occasional interruptions, spent over twenty years in translating this monumental work in three volumes from the Bibliotheca Indica edition of the text after consulting many manuscripts in the British Museum, the India Office, and the Royal Asiatic Society's Library. Originally published from 1902 to 1939 by the Royal Asiatic Society of Bengal, Calcutta, the volumes have now been reprinted.
মননশীল চিন্তাবিদ, শিক্ষাব্রতী, মানবদরদি আবুল ফজলের জন্ম ১৯০৩ সালের পহেলা জুলাই। বাবা মৌলানা ফজলুর রহমান ছিলেন বিজ্ঞ আলেম। ১৯২৩ সালে নিউস্কিম মাদ্রাসা থেকে প্রবেশিকা ও ১৯২৫তে ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯২৮-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং ১৯২৯-এ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি পাস করেন। এগার বছর পর ১৯৪০-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. পাস করেন। স্কুল-কলেজে চাকরি করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী আবুল ফজল জাতির সংকট মুহূর্তে নির্ভীক ভূমিকা পালন করেছেন। বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য ভূষিত হয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, রাষ্ট্রিয় সাহিত্য পুরস্কার ও সমকাল পুরস্কারে । ১৯৭৫-এ পেয়েছেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি । ১৯৮৩, ৪ মে, রাত ১১টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।