মঈনুল রনি একজন আধুনিক ও জীবন মনস্ক কবি। তার কাব্যগ্রন্থ “অশরীরী ক্রন্দন” এ তার নিজস্ব শৈল্পিক চেতনা ফুটে উঠেছে। জীবন ভাবনা, মানবিকতাবোধ, মমত্ববোধ, সমাজ চেতনা, জীবনবোধ, পরজগতের ভাবনা, সবই তার লিখন শৈলী তে স্পষ্ট প্রতীয়মান, যা একজন মানুষকে সত্যিকার মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানব প্রেমে উদ্বুদ্ধ করবে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হয়ে জাতীয় রাজস্ব আহরণে নিরলস পরিশ্রম করা সত্বেও তিনি মানুষ, সমাজ, দেশ নিয়ে ভাবেন। পৃথিবীকে ভালোবাসাময় করতে এবং মানুষে মানুষে স¤প্রীতি গড়তে এক ধরনের বলিষ্ঠ অঙ্গীকার তার লেখায় প্রতিফলিত। সামাজিক দায়বদ্ধতা তাকে নিরন্তর লেখালেখিতে উৎসাহ যুগিয়েছে। মানব হৃদয়রহস্য, প্রকৃতি, দেশ - সমাজ ও মানব জীবনের নানা চাওয়া পাওয়ার দ্ব›দ্ব ও অসঙ্গতিকে তিনি তার কবিতায় শিল্পিত রূপ দিয়েছেন। অপরিসীম তারুণ্য ও ভালোবাসা নিয়ে তিনি লিখে গেছেন রক্তচোষা, আমি অপরাধী, জীবনের বাস্তবতা, কেউ নই কাহার, এত চাপ, সুখ বিলাই, যেদিন আমি থাকবো না, মায়া কাটানো সহজ না, কেউ রাজি নয়, সামাজিকতা, প্রশান্তি, সত্য মিথ্যার বেড়াজাল প্রভৃতি অসাধারণ কবিতা। পাঠকের মাঝে তিনি শুভ চেতনার প্রত্যাশা করেন। কবি মঈনুল রনি বেঁচে থাকুন তার স্বপ্নের মাঝে, পাঠকের ভালোবাসা নিয়ে। মানব সত্তাকে তিনি যেনো কষ্ট ভুলিয়ে স্বপ্ন দেখাতে পারেন সেই প্রত্যাশা করি।