একেনবাবু গোয়েন্দাগিরি শুরু করেছিলেন কিশোরদের জন্যে। ওঁর প্রথম দুটো কাহিনি 'ম্যানহাটানে মুনস্টোন' ও 'ম্যানহাটানে ম্যানহান্ট' প্রকাশিত হয়েছিল নব্বই দশকের প্রথম দিকে 'আনন্দমেলা' পত্রিকায়। যে সময়ে গল্প দুটি লেখা হয়েছিল, তখন আমেরিকায় মোবাইল ফোনের যুগ শুরু হলেও ভারতবর্ষে সেই টেকনোলজি আসেনি, ইন্টারনেটও না। কলকাতা থেকে ম্যানহাটানে এসে শুধু মাথা খেলিয়েই একেনবাবু রহস্যের সমাধান করেছিলেন। কিন্তু তারপর বহুদিন একেনবাবুর খোঁজখবর নেই। প্রায় কুড়ি বছর পরে আবার যখন আত্মপ্রকাশ করলেন, তখন তিনি বড়দের গোয়েন্দা! একেনবাবুর চরিত্র অবশ্য পাল্টায়নি, কিন্তু গল্পের চরিত্র পালটেছে। ঘটনাস্থল এখন আর শুধু ম্যানহাটান নয়। আর যুগটাও ইন্টারনেট, মোবাইল ও ফরেন্সিক টেকনোলজির যুগ। তার প্রভাব অল্প-বিস্তর কাহিনিগুলোতে পড়েছে। একেনবাবু সমগ্র-র প্রথম খণ্ড প্রকাশিত হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলোর কয়েকটি নিয়ে। তবে প্রত্যেকটি কাহিনিই পরিমার্জিত হয়েছে। প্রথম খণ্ডে স্বাভাবিকভাবেই একেনবাবুর প্রথম দু'টি গল্প থাকছে। বড়দের কাহিনিগুলির রচনাকাল ২০০৮ সাল থেকে ২০১৫। 'সংখ্যার সংকেত' বাদে বাকি গল্পগুলি পূর্ব-প্রকাশিত।