আত্মসমর্পণের দ্বন্দ্ব বইটি মূলত ইসলাম সম্পর্কে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রতিক্রিয়া বা ডায়েরির মতো। বইয়ের কিছু কিছু বিষয়ে (যেমন কুরআন ও বৈজ্ঞানিক নিদর্শন) আলোচনা লেখকের নওমুসলিম বন্ধু সহকর্মীদের সাথে মিথস্ক্রিয়ার ফসল আর কিছু বিষয় (যেমন আল্লাহতায়ালার দয়া ও সুবিচার) লেখকের নিজের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার অন্বেষণের বহিঃপ্রকাশ । সন্দেহ নেই যে, এখানে লেখকের অনেক পর্যবেক্ষণই একজন আমেরিকানের দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা বলে মনে হতে পারে । কারণ যুক্তি পর্যালোচনার ক্ষেত্রে লেখক সেই ধারা এবং কৌশলই প্রয়োগ করেন- যা তিনি একজন নাস্তিক থাকতে ব্যবহার করেছেন । যে কোনো ধর্মকে তিনি বিশ্লেষণ করেছেন সেই ধর্মের পণ্ডিতদের ব্যাখ্যা এবং তার সমালোচকদের পর্যবেক্ষণ দুটোর মাঝে সমন্বয় করে । কারণ ধর্মীয় পণ্ডিতরা প্রায়ই স্বধর্মের বিপক্ষে স্পর্শকাতর প্রশ্নগুলো এড়িয়ে যান । অন্যদিকে যে কোনো ধর্মের সমালোচকরা সেই ধর্মের ইতিবাচক দিক না দেখেই তার অনুসারীদের বিভিন্ন কুসংস্কার নিয়ে আলাপ শুরু করেন। লেখক সতর্ক এবং সচেতনভাবে দুপক্ষের মতামত নিয়ে তার বিশ্লেষণ করেন । এভাবে ‘ইসলাম’ বিষয়ে লেখকের অর্জিত জ্ঞানও মুসলিম এবং অমুসলিম দুই ধরনের পণ্ডিতদের চিন্তাধারা দিয়ে প্রভাবিত। আশা করি পাঠকরা বইটিকে ‘ইসলাম' জানার মাধ্যম হিসেবে মনে না করে একজন নওমুসলিমের ইসলাম কবুলের পেছনে প্রেরণা, অনুসন্ধিৎসা আর দ্বন্দ্ব বুঝতেই ব্যবহার করবেন ।
জেফরি ল্যাং কানসাস একজন প্রখ্যাত আমেরিকান নওমুসলিম এবং স্টেট ইউনিভার্সিটির গণিতের অধ্যাপক। তিনি রোমান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন এবং প্রথম ১৮ বছর ক্যাথলিক বিদ্যালয়ে পড়াশুনা। শেষে গড ও খ্রিস্টান ধর্ম বিষয়ে অনেক প্রশ্নের কোনো সদুত্তোর না পেয়ে জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে খ্রিষ্ট ধর্মের গন্ডি ছেড়ে পুরোপুরি। একজন নাস্তিকে পরিণত হন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে তিনি গণিতের শিক্ষক হিসেবে তার কর্ম জীবন শুরু করে গণিতের উচ্চতর বহু মৌলিক গবেষণাসহ পিএইচডি ডিগ্রী অর্জন করেন। আকস্মিকভাবেই তিনি মুসলমান একটি পরিবারের সাথে ঘনিষ্ঠ হন যাদের কাছ থেকে উপহার হিসেবে পান পবিত্র কুরআন। তার এ অনুভূতি যে, প্রতিদিন কুরআন পড়ে জেফরি’র মনে কি সন্দেহ জাগতে পারে কুরআনের লেখক (আল্লাহ তায়ালা) যেন তা জানেন এবং অদ্ভুতভাবে পরদিন কুরআন পড়তে গিয়ে জেফরি সেই প্রশ্নের উত্তর কুরআনেই পেতেন। এভাবে কুরআন পাঠ তাকে ইসলামে আত্বসমর্পণে এগিয়ে নিলো এবং এক সময় ১৯৮৪ সালে ৩০ জুন আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনি ইসলামের সুশীতল ছায়ায় নিজেকে পরিপূর্ণরূপে সপে দেন। প্রফেসর জেফরি ল্যাং রচিত অত্যন্ত জনপ্রিয় বই গুলোর মধ্যে অন্যতম হলো | Even Angels Ask: A Journey to Islam in America, Losing My Religion: A Call For Help Cohesion, Immortal Coil. Star Trek The Next Generation. The Next Generation: The Light Fantastic.