সভ্যতার ক্রমবিকাশ আর তথ্যপ্রযুক্তির এ চরম উৎকর্ষের যুগে ইলম অর্জনের পাশাপাশি নিজেকে একজন যোগ্য ও অগ্রসর ব্যক্তি হিসেবে গড়ে তোলা অপরিহার্য। আর এ লক্ষ্যেই গতানুগতিক ও সেকেলে ধারার পরিবর্তন হয়ে প্রবর্তিত হয়েছে ফাযিল স্নাতক শ্রেণির যুগোপযোগী আধুনিক সিলেবাস। প্রদত্ত হয়েছে ডিগ্রির মান। তাই এ পরীক্ষার গুরুত্ব অপরিসীম। এ পরীক্ষায় উপযুক্ত ফলাফল ব্যক্তিকে দিবে শিক্ষিত নাগরিকের স্বীকৃতি। ত্বরান্বিত করবে ভবিষ্যৎ জীবনের উন্নতি ও অগ্রগতি। এজন্য প্রয়োজন পরীক্ষায় অধিক প্রশ্ন কমন নিশ্চিত করা এবং সে অনুযায়ী অভিনব কৌশলে মানসম্পন্ন উত্তর প্রদান। মূলত ব্যাপক সিলেবাসের মধ্য থেকে স্বল্প পরিসরে প্রশ্ন নির্বাচন নিতান্তই জটিল কাজ। এ জটিলতাকে সহজ করার উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের অধ্যবসায়কে সহজ ও গতিময় করার লক্ষ্যে আমরা আল ফাতাহ ফাযিল প্রশ্নপত্র সাজেশন্স-এর কার্যক্রম হাতে নিয়েছিলাম। তার ফলপ্রসূ উত্তরণে আজ আমরা আনন্দিত ও গর্বিত। সাজেশন্সটি হাতে নিলেই শিক্ষার্থীরা বুঝতে পারবে, প্রচলিত অন্যান্য প্রশ্নপত্র সাজেশন্স থেকে এর ব্যতিক্রম কোথায় এবং এর বিশেষত্বই বা কী! শিক্ষার্থীদের বিশেষ সুবিধার্থে সাজেশন্সটিতে প্রশ্নের সম্ভাবনার হার এবং বিগত পরীক্ষার সাল পৃথক দু'কলামে উল্লেখ করা হয়েছে। অনুশীলনীর প্রয়োজনীয় উপকারপ্রদ খুঁটিনাটিসহ যাবতীয় বিষয় তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। আমাদের কার্যক্রমে সর্বোচ্চ সাফল্যের অধিকারী একদল শিক্ষার্থীর পদচারণার পাশাপাশি অভিজ্ঞ পরীক্ষকমণ্ডলীরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাদের প্রচেষ্টা এবং আমাদের নিরলস কর্মসাধনায় প্রকাশিত এ প্রশ্নপত্র সাজেশন্স থেকে বিগত বছরগুলোতে সর্বাধিক প্রশ্ন কমন পড়েছে এবং আগামীতে সর্বাধিক প্রশ্ন কমন পড়ার ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। আমাদের এ প্রচেষ্টা, নিরলস পরিশ্রম তখনই সার্থক হবে, যখন শিক্ষার্থী ও পরীক্ষার্থীগণ এ প্রশ্নপত্র সাজেশন্স থেকে শিক্ষালাভ, করবে এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হবে। প্রশ্নপত্র সাজেশন্স-এর গুণগত মান বৃদ্ধিসহ শিক্ষার্থী ও পরীক্ষার্থীর কাছে সর্বাধিক গ্রহণযোগ্য করতে সচেতন শিক্ষার্থী ও সুধীজনের যে কোনো গঠনমূলক পরামর্শ সাদরে গৃহীত হবে এবং সে মোতাবেক যথাযথ পদক্ষেপ গ্রহণে আমরা সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।