প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, অনেক জল্পনা-কল্পনার শেষে আপনাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো 'এমপিবিয়ান Math Revision Book' নামক গণিতের Revision মূলক বইটি। একটি কথা না বললেই নয়, সাম্প্রতিক সময়ে অধিকাংশ চাকুরি প্রত্যাশী শিক্ষার্থীরা যে সমস্যাটিতে ভুগছেন, তাহলো হঠাৎ পরীক্ষার তারিখ ঘোষণা করায় তারা স্বল্প সময়ে গণিতের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও রিভিশন দিতে পারছেন না। এমতাবস্থায় পরীক্ষার হলে তারা জানা বিষয়েও Confusion-এ পড়ছেন কিংবা ভুল করে আসছেন। যার ফলে প্রতিযোগিতামূলক বিভিন্ন চাকুরির পরীক্ষায় তারা পিছিয়ে পড়ছেন। তাই বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন কিংবা যেকোনো চাকুরির পরীক্ষায় ভালো করতে পরীক্ষার পূর্বে গণিতের প্রতিটি অধ্যায় Revision দেওয়া জরুরি। Revision দিয়ে পরীক্ষার হলে গেলে সমাধানের ক্ষেত্রে যেমন কোনো Confusion থাকে না, তেমনি খুব দ্রুত সমাধান করা যায়। এক্ষেত্রে অনেকেই অনুরোধ করেন যে, স্বল্প সময়ে গণিতের প্রস্তুতি ও Revision দেওয়ার জন্য একটি Revision মূলক বই রচনা করার। তাই সকলের অনুরোধে স্বল্প সময়ের প্রস্তুতি ও Revision মূলক 'এমপিবিয়ান Math Revision Book' বইটি রচনা করি। বইটিতে, প্রতিটি প্রশ্নের Shortcut এর পাশাপাশি রয়েছে বেসিক/লিখিত নিয়ম। তাই বইটি পড়লে আপনার Basic যেমন মজবুত হবে তেমনি Shortcut এর মাধ্যমে আপনি স্বল্প সময়ে যেকোনো অঙ্কের সমাধান করতে পারবেন এবং বইটিতে রয়েছে সূত্র ছাড়া, মুখে মুখে, চিন্তা, অনুমান ও বুঝে সমাধান করার ম্যাজিক পদ্ধতি। এছাড়াও বইটির শেষে সংযুক্ত রয়েছে মানসিক দক্ষতার গোছানো ধারাবাহিক আলোচনা ও ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর।
"নাম: মোত্তাসিন পাহলভী , পিতা: আতাউর রহমান, মাতা: মাহফুজা রহমান। ১৯৮৭ সালের ১৭ জুলাই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই তিনি বাবার কাছ থেকে গণিত ও বিজ্ঞানের অনেক মজার বিষয় শিখেন। এ থেকে তার গণিতের প্রতি ভালবাসা জন্ম নেয়। তিনি ৫ম শ্রেণি পর্যন্ত দেবীগঞ্জ কেজি স্কুলে পড়েন।এরপর তিনি দেবীগঞ্জ এন এন স্কুল থেকে এসএসসি , রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন । তিনি একাধারে একজন লেখক, শিক্ষক, প্রকৌশলী ও উদ্দ্যোক্তা।বিজ্ঞান ও গণিতের প্রতি ভালবাসা তৈরির জন্য তিনি কাজ করছেন। তার ছোটদের জন্য লেখা 'গণিতের জেমস বন্ড' এবং 'অঙ্কের জাদুকর' বইগুলো ছোটদের গণিতের প্রতি ভালবাসা বাড়িয়ে দেয়। চাকুরি প্রার্থীদের মধ্যে Magic Math বইটি খুবই জনপ্রিয়। এছাড়াও তিনি নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইনফিনিটি গণিত, ইনফিনিটি উচ্চতর গণিত, ইনফিনিটি পদার্থবিজ্ঞান, ইনফিনিটি রসায়ন বই লিখেছেন।বর্তমানে স্বল্পমূল্যে সকলের কাছে মানসম্পন্ন শিক্ষা পৌছানোর লক্ষ্যে কাজ করছেন্ম"