May 1992. In Russia, Boris Yeltsin is showing millions of Communists the spectre of capitalism.Yugoslavia is disintegrating. United Germany is confused about whom to include in its Olympic team—east? Or West? Poland, Czechoslovakia, Bulgaria, Romania, albania—communism is collapsing everywhere. And in a corner of old Calcutta, Herbert Sarkar, sole proprietor of a Company that delivers messages from the dead, decides to give up the ghost. Decides to give up his aunt and uncle, his friends and foes, his fondness for kites, his aching heart that broke for his lady doctor, his top terrace from where he stared up at the sky, his Ulster overcoat with buttons like big black medals, his notebook full of poems, his Park street every evening when the sun goes down, his memory of a Russian girl running across the great black Earth as the soldiers lift their guns and get ready to fire, his fairy who beat her wings against window and filled his room with Blue light... Surreal, haunting, painful, beautiful and astonishing in turn, and sweeping us along from herbert’s early orphan years to the tumultuous Naxalite times of the 1970s to the explosive events after his death, Bhattacharya’s ground-breaking novel is now available in a daring new translation and holds up before us both a fascinating character and a plaintive city.
Nabarun Bhattacharya (জন্ম জুন ২৩, ১৯৪৮ । একজন ভারতীয় লেখক এবং কবি। তিনি লেখিকা মহাশ্বেতা দেবী এবং নাট্যকার বিজন ভট্টাচার্যের পুত্র। স্কুল জীবনে তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। চাকরি জীবনে তিনি ১৯৭৩ সালে একটি বিদেশি সংস্থায় যোগ দেন এবং ১৯৯১ পর্যন্ত সেখানে চাকরি করেন। এরপর কিছুদিন বিষ্ণু দে-র ‘সাহিত্যপত্র’ সম্পাদনা করেন এবং ২০০৩ থেকে পরিচালনা করছেন ‘ভাষাবন্ধন’ নামের একটি পত্রিকা। একসময় দীর্ঘদিন ‘নবান্ন’ নাট্যগোষ্ঠী পরিচালনা করতেন। নবারুন ভট্টাচার্যের উপন্যাস হারবার্ট অবলম্বনে পরিচালক সুমন মুখোপাধ্যায় তার হারবার্ট চলচ্চিত্রটি নির্মান করেন। ২০১৩ সালে তার ফ্যাতাড়ু সম্পর্কিত উপন্যাস কাঙাল মালসাট চলচ্চিত্রায়িত হয়। ভট্টাচার্য জুলাই ৩১, ২০১৪ সালে আন্ত্রিক ক্যান্সারের কারণে কলকাতায় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, ৬৬ বছর বয়সে মৃত্যু বরণ করেন।