মাক্কার ভৌগোলিক বর্ণনা ঃ পবিত্র মাক্কা ২১.৫০ অক্ষাংশ, ৪০ দ্রাঘিমাংশ এবং সমুদ্রের স্তর থেকে ২৮০ মিটার উপরে অবস্থান করেছে। মাক্কার আবহাওয়া উষ্ণ। বছরে ৭ মাস প্রচণ্ড গরম থাকে এবং ৫ মাস আবহাওয়া ঠান্ডা থাকে। ঐ ৫ মাসকে মাক্কার শীত মওসুম হিসেবে বিবেচনা করা হয়। যদিও পৃথিবীর অন্যান্য অঞ্চলের শীতের মাত্রার চেয়ে তা অনেক কম। তখন তাপমাত্রা ৩০ ডিগ্রীর কাছে থাকে। গরম কালে তাপমাত্রা ৩৫ ডিগ্রী থেকে ৪৮ ডিগ্রী পর্যন্ত বৃদ্ধি পায়। মিসরের দু'জন ভূগোল বিজ্ঞানী গবেষণা করে প্রমাণ করেছন যে, মাক্কা ভূমণ্ডলের মাঝামাঝি অবস্থান করেছে। সম্ভবতঃ আল্লাহ তায়ালা বিশ্বের সকল অঞ্চলের মানুষের কাছে এর দূরত্বের ব্যবধান সমান করতে চেয়েছেন। অপরদিকে, আল্লাহর কুদরতে প্রথমে নতুন চাঁদ মাক্কার নিকটবর্তী দেশগুলোর আকাশে দেখা যায়। তারপরের দিন মাক্কার পূর্ব ও পশ্চিমের দেশগুলোতে চাঁদ দৃষ্টিগোচর হয়। যেমন, একদিন পর লণ্ডন ও বাংলাদেশে নতুন চাঁদ দেখা যায়। এর দ্বারা মাক্কা ভূমণ্ডলের কেন্দ্রবিন্দু বলে মনে হয়। আয়িশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (রা) বলেছেন, আল্লাহ মাক্কাকে মহান ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। তিনি যমীন সৃষ্টির ১ হাজার বছর আগে মাক্কা সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে তা ঘেরাও করে রেখেছিলেন। তারপর মদীনা ও বায়তুল মাকদিস সৃষ্টি করে ঐ দুটোকে মাক্কার সাথে যুক্ত করে দেন। তারও ১ হাজার বছর পর তিনি সমগ্র যমীন একসাথে সৃষ্টি করেন।