শহিদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী হল। উনসত্তরের গণ-অভ্যুত্থানকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা পুলিশের গুলিতে নিহত হন। তাঁর স্মৃতিরক্ষার্থে এই হলের নামকরণ করা হয়েছে। ‘জানালায় জোহা হল’ গ্রন্থের লেখক সাইফুল ইসলাম শিশির, এ হলের দশজন ছাত্রের জীবন চিত্র এঁকেছেন। তিনি নিজেও জোহা হলের ছাত্র ছিলেন। গ্রন্থের অন্যতম চরিত্র লিয়াকত আলী লিকু একাধারে তুখোড় ছাত্রনেতা ও রাকসুর সমাজ সেবা সম্পাদক। তাঁর সম্পর্কে বিশদ বর্ণনা লিপিবদ্ধ হয়েছে। ক্যাম্পাসের উজ্জ্বল মুখ আজিজার রহমান আজু। সামরিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে, যৌক্তিক-আবেগঘন বক্তব্য তুলে ধরে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন। সে বিষয়টি গ্রন্থে স্থান পেয়েছে। আরও স্থান পেয়েছে, আবীদ রোকনী, বিজন বিহারী গোলদার, মোহাম্মদ আলী, মাজেদ আলী, কমরেড নাজিম উদ্দিন, সার্জেন্ট ডালু, দীন মোহাম্মদ প্রমুখ ছাত্রদের পরিচয়। স্বৈরাচারবিরোধী ছাত্র-আন্দোলনে জোহা হলের নেতৃবৃন্দের বলিষ্ঠ ভূমিকা, তাঁদের হল-জীবনের বহু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাসের বিশালতা, ইতিহাস ঐতিহ্য, প্রকৃতিক সৌন্দর্য এখানে উঠে এসেছে। গ্রন্থটির বুনন প্রক্রিয়ায় নিপুণতার ছোঁয়া রয়েছে। যা পাঠককে মুগ্ধ করবেÑ ধরে রাখবে। এটি একটি আকরগ্রন্থ, যার পরতে পরতে হৃদ-স্পন্দন অনুভব করা যায়।