A special edition of littlemag 'Lastbench' features contemporary poets from North America. Political disagreements aside, this fine anthology of writings is intended to capture the spirit of the Trump age, this dramatic shift in America toward far-right views, and how this shift relates to the rest of the world. Even in Spain, Brazil, Bolivia, Germany, France, and the UK, the far right is posing serious challenges to liberal democracy. Even in Russia, Alexander Dugin is Putin’s right-hand man, and his theories of geopolitics pose serious questions about liberal democracy. With the ongoing refugee and trafficking crises, countries are wanting to tighten their borders. What is next? How does this affect the cultural climate we live in? The poems included here tell a story of a dramatic shift in political consciousness, how those who want to engage it think and feel, what can be done to counteract the problems we face, and why something needs to be done. The goal is to capture historical consciousness as it arises and instigate against the status quo as it steeps deeply into ultra-right orthodoxy. Where did the left go wrong? How did we miss this boat as it came to shore?
ড. তানভীর রাতুল মূলত কবি আর ছোটপত্রিকা ‘লাস্টবেঞ্চ'-এর সম্পাদক। লেখালেখি করেন একাধিক ভাষায়। বিলেতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষক হিসাবে দীর্ঘদিন কর্মরত। এছাড়াও 'সেন্টার ফর নিউ এন্ড ইন্টারন্যাশনাল রাইটিং'-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইংরেজীতে অনুবাদ করেছেন ‘চর্যাপদ’ ও 'চার্বাক'। পাঠ্যপুস্তকসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশের অধিক। ছাত্রাবস্থায় ইংল্যান্ড-এ প্রতিযোগিতামুলক স্বরচিত কবিতাপাঠে জাতীয়পর্যায়ে প্রথমস্থান অধিকার করেন একাধিকবার, আর সেইসূত্রেই বাংলায় প্রবর্তন করেন 'কথ্যভাষ্যকাব্য' বিষয়ক অনুশীলন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিখ্যাত কবিতা উৎসব 'উইরাল পোয়েট্রি ফেস্টিভাল' এর উপদেষ্টা মনোনিত হন।