গ্রন্থ পরিচিতি দীর্ঘদিন ধরেই নানা বিষয়ে, বিশেষ করে অর্থনীতি, রাজনীতি, মুক্তিযুদ্ধ, সামাজিক পরিবর্তনের ধারা, ভ্রমণ অভিযান, আঞ্চলিক বৈষম্য, ধর্মীয় মতবাদ এবং সাম্প্রদায়িকতা ইত্যাদি নিয়ে পড়াশুনার নেশা। পরে এসব নিয়ে ছোট ছোট পর্যালোচনা লেখা এবং লেখার পরে ফেইসবুকে লিপিবদ্ধ করে যেতে থাকি। এতে দুটো লাভ, লিখতে গিয়ে বইয়ের মূল কথা আরেকবার মাথায় লিপিবদ্ধ হয়ে যাবে, লেখক পুরো বইতে কি ধারণা দিয়েছেন, সেসবের ইতিবাচক শিক্ষণীয় দিক কি কি, তার দুর্বলতাগুলো কি কি তা আরেকবার ঝালিয়ে নেয়া যাবে। পাশাপাশি ফেইসবুকের বন্ধুদের জানানো হবে, যাদের পড়ার সুযোগ হয়নি তারা উৎসাহিত হবেন, তাদের মতামতও জানা হবে, তাদের কাছে থেকে আরো তথ্য জানা যাবে – উভয় দিকের লাভ। সেই চিন্তা করে পড়া, পর্যালোচনা লেখা এবং ফেইসবুকে দেয়া শুরু হল ২/৩ বছর ধরে। এভাবে আগে ৪৭টি বই-এর পর্যালোচনা লেখার পরে গত ২০২১ সালে একটি বই, ‘আমাদের আলোকদিশারীগণ’ নামে প্রকাশ করা হয় বন্ধুবর, প্রকাশক, বিশ্ববিদ্যালয় জীবনের রাজনৈতিক সাথী আফজালুল বাসারের উৎসাহে। যেসব বইগুলোর উপর আলোচনা হয়েছিল সেগুলো বিষয়ভিত্তিক সাজালে যা পাওয়া যায় তা হলো রাজনীতি, অর্থনীতি, মুক্তিযুদ্ধ, জীবনী-আত্মজীবনী, আঞ্চলিক সমস্যা, জ্ঞানেন্বষণে ভ্রমণ ইত্যাদি। বইগুলো নিজ নিজ বিষয়ে স্বনামখ্যাত লেখকদের; তাদের তথ্য, উপাত্ত এবং বিশ্লেষণ উঁচুমানের, সেসবের কিছু কিছু বিষয়ের সাথে আমাদের পরিচয় ও দ্বিমত থাকলেও থাকতে পারে। কিন্তু তাদের নতুন অনেক তথ্য ও বিশ্লেষণ দ্বারা আমরা সমৃদ্ধ হব সন্দেহ নেই। এবারে তাঁরই উৎসাহে আবার ইতিমধ্যে লেখা ৫৭টি বইয়ের পর্যালোচনা একত্রিত করে আরেকটি বই প্রকাশ করা হলো ‘আমাদের আলোকদিশারীগণ ২’ নামে। আশা করি, এমন গ্রন্থ সমাজকল্যাণমুখী চিন্তা চর্চায় ভূমিকা রাখবে। _ সৈয়দ তারিকুজ-জামান