নবীজীর বরকতময় শুভজন্ম প্রশ্ন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভজন্মের দিন, তারিখ, এবং মাস বর্ণনা কর । উত্তর : সোমবার ৯-ই রবিউল আউয়াল, ২০-শে এপ্রিল ৫৭১ ঈসায়ী মোতাবেক পহেলা জ্যৈষ্ঠ ৬২৮ বিক্রমী সালে জন্মে গ্রহণ করেন । প্রশ্ন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় দুনিয়াতে আগমন করেন? উত্তর : ফজরের নামাজের সময় অর্থাৎ সুবহে সাদিকের পরে এবং সূর্যোদয়ের পূর্বে। প্রশ্ন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভজন্ম কোন বছর হয়েছে? উত্তর : হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্মের ৫৭০ বছর অতিবাহিত হওয়ার পর ৫৭১ ঈসায়ীতে, যে বছর হস্তি বাহিনীর ঘটনা সংগঠিত হয়। প্রশ্ন : কারা হস্তিবাহিনী এবং তাদের ঘটনাটি কি? উত্তর : হাবশার পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিল “আবরাহা”, তার এই ভাবনা হল যে, সে কাবা গৃহকে ধ্বংস করে দিবে, যাতে তার ওখানে নকল কাবার প্রচলন ঘটে । যা সে ইয়ামানের সানআ শহরে নির্মাণ করে। সুতরাং সে এক বিশাল বাহিনী নিয়ে মক্কায় হামলা করে। যার মধ্যে হাতিও ছিল, কাবা ঘর ধ্বংস করার জন্য যখন তারা মক্কায় প্রবেশ করলো তখন আল্লাহ তায়ালা ছোট ছোট পাখির মাধ্যমে তার সমস্ত সৈন্যকে নিশ্চিহ্ন করে দিলেন। আর “আসহাবে ফিল” এর অর্থ হল “হাতি ওয়ালা” আর এই সমস্ত লোকগণই এর দ্বারা উদ্দেশ্য। প্রশ্ন : আবূ রাগাল কে? এবং লোকেরা তার কবরের উপর কেন পাথর মারত? উত্তর : আবূ রাগাল এক ব্যক্তি, সে আবরাহাকে তার স্বজাতির সাথে গাদ্দারী এবং ধোঁকাবাজি করে পথ দেখিয়ে দেয়। আল্লাহ তায়ালা হস্তিবাহিনীর সাথে তাকেও ধ্বংস করে দেয়। এখনও তার কবরের উপর লোকেরা পাথর নিক্ষেপ করে থাকে। কারণ হলো যে, যাতে মানুষ জেনে রাখে, জাতির সাথে গাদ্দারীর শাস্তি ডশ হতে পারে?