যারা কুরআন পড়ে সরাসরি আরবি থেকে এর অর্থ বুঝতে চান, তাদের জন্য এই বইটি। বইটি সেল্ফ লার্নিং পদ্ধতিতে সাজানো হয়েছে। ফলে যে কেউ চাইলে নিজে নিজে পড়েই এর মাধ্যমে কুরআনের ভাষা বোঝার দক্ষতা অর্জন করবে। পাশাপাশি হিফজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন/আরবি শেখানোর পাঠ্য হিসেবেও ব্যবহার করা যাবে। ‘শতভাগ কুরআনের ভোকাবুলারি, লেভেল ২’ বইটি আমাদের প্রায় ৩৮০০ মৌলিক শব্দের সাথে পরিচিত করাবে, যা লেভেল ১ এর ১০০০ শব্দের সাথে মিলে কুরআনের প্রায় শতভাগ শব্দ নিশ্চিত করবে। লেভেল ২ বাংলা বর্ণক্রম অনুসারে সাজানো হয়েছে। ফলে একজন শিক্ষার্থী বাংলা অভিধানের আলোকে শব্দ খুঁজে পাবেন। পাশাপাশি একই অর্থের একাধিক আরবি শব্দ একসাথে পাবেন। এভাবে খুব সহজেই মুখস্থ হবে। এই বইয়ে (লেভেল ২) শুরুতে কুরআনের ইসম (বিশেষ্য, বিশেষণ) উল্লেখ করা হয়েছে। এরপর কুরআনের ফে’ল (ক্রিয়া) দেয়া হয়েছে। প্রতি ১৫০ শব্দের পর একটি ‘নিজেকে যাচাই করি’ অনুশীলন মূল্যায়ন রাখা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের অবস্থান সহজেই যাচাই করতে পারবে। আমি আশা করি, লেভেল ১ এর পর লেভেল ২ মুখস্থ করতে পারলে, একজন শিক্ষার্থী খুব সহজেই নিজে নিজে কুরআনের ভাষা শিখতে পারবেন। কুরআন পড়ে বা তিলাওয়াত শুনে অধিকাংশ অর্থ বুঝতে পারবেন।
পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইসলামিক স্টাডিজ বিভাগে। বর্তমানে তিনি ‘সার্কেল অব কুরআন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান উস্তাজের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে ইসলামি শিক্ষা ব্যবস্থা বিনির্মানে গবেষণা ও পাঠ্য রচনায় তিনি কাজ করছেন। ইসলামি দাওয়াহ, তালিম, তাজকিয়া ও চিন্তা-মনন বিষয়ে তার আগ্রহ। আল কুরআন এর সহজ ভাবানুবাদ’সহ তার বেশ কিছু কুরআন শিক্ষামূলক পাঠ্য প্রকাশিত হয়েছে।