সিলেট অঞ্চলে বিয়ের গানের রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস । এসব গানের রচয়িতারা প্রধানত নারী। পরবর্তী সময়ে পুরুষরাও এই গীত রচনায় এগিয়ে আসেন। এসব গীত প্রাচীন কৃষি যুগের কথা মনে করিয়ে দেয়। এই গীতের রচয়িতাদের মধ্যে রয়েছেন তুলসী দাস, গোবিন্দ দাস, রাধারমণ দত্ত, চরণ দাস, স্মরণ দাস, কৃষ্ণ দাস প্রমুখ। তাঁদের অসংখ্য গানের মধ্যে খুব কমই এ যাবত সংগৃহীত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ব্রত ও পার্বণে এসব গীতের প্রচলন ছিল । তেমনি মুসলিম সম্প্রদায়েরও বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে গীতের প্রচলন ছিল। দেশের অন্যান্য অঞ্চলেও এলাকাভিত্তিক গীত গাওয়া হয়। এই গ্রন্থে উল্লেখিত গীতের শেকড় সিলেটের গ্রামাঞ্চল। মূলতঃ সেখান থেকে উঠে এসেছে এসব গীত। সিলেট অঞ্চলের বিয়ের গীত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছেই জনপ্রিয়। সিলেট অঞ্চলের বিয়ের গীতে প্রাচীন জনপদের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ, প্রচলিত আচার-অনুষ্ঠান, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা, আনন্দ-বেদনার চিত্র পাওয়া যায় । প্রাচীন সংগ্রহ ছাড়াও কিছু সাম্প্রতিক গীত এই গ্রন্থে সংযোজন করা হয়েছে। লোকগানের ইতিহাসে গ্রন্থটি এক অমূল্য সংযোজন হিসেবে স্বীকৃত হবে।