একটু "সিরিয়াস" রাইটারদের মধ্যে আমার পড়া প্রথমজন সম্ভবত অরওয়েলই। 'গরীবেরা কেমনে মরে' প্রবন্ধে অরওয়েল বলতেসিলেন হাসপাতালে থাকাকালীন পড়া টেনিসনের কবিতা কেমনে তার অনেক বছর পর আবার মনে পড়ে। আমিও অরওয়েলরে প্রথম পড়সিলাম একটা হাসপাতালেই, সেবার অনুবাদে 'অ্যানিমেল ফার্ম' বইটা। আমার লেখা প্রথম বইয়ের রিভিউ ছিল 1984-এর উপর।
1984 বইটা আমার উপর প্রচুর প্রভাব ফেলসিল। বইটায় মানুষের শরীর ও মনের উপর স্টেটের জুলুমের অংশটা বাদেও, মানুষরে কন্ট্রোল করার সবচেয়ে কাজের উপায় যে তার ভাষারে কন্ট্রোল করা, সেইটাও মনে হয় তখনই বুঝতে পারসিলাম। কেমনে মানুষের চলতি মুখের ভাষা থেকে একের পর শব্দ ছাটাই কইরা একটা কন্সাইস ডিকশনারি মোতাবেক তারে নিজেরে প্রকাশ করতে বাধ্য করা হয়, কীভাবে রাষ্ট্র তার সকল জঘন্য কাজকামরে নরম-কোমল ইউফেমিজম দিয়া গ্রহণযোগ্য বানায়া তোলে এগুলা তখনই মনে খুব দাগ কাটসিল। কিন্তু এই বইটা তার উপন্যাস নিয়া আদৌ না। এইখানে আছে অরওয়েলের ৪টা এসে। যেই পলিটিকাল কনশাসনেস অরওয়েলের ফিকশনেই এত দাপটের সাথে টের পাওয়া যায়, সেইটা তার প্রবন্ধে তো পাওয়া যাবেই। তবে একটা মজার ব্যাপার হইল, এই ৪টা এসে সহ অরওয়েলের প্রায় সব এসেই এসে হিসেবে যেমনে পড়া যায়, অটোবায়োগ্রাফিকাল নোট হিসেবেও পড়া যায়। মানে, স্রেফ তাত্ত্বিক আলাপের উপর প্রবন্ধ খাড়া করানোর ট্রেডিশনাল তরিকায় অরওয়েল অতটা বিশ্বাস রাখতেন না হয়তো। চাইলে যে পারতেন না, তা হয়তো না। কিন্তু অরওয়েল হয়তো বেশি পছন্দ নিজেরেই সমাজের ল্যান্ডস্কেপের একজন চরিত্র হিসাবে বসায়ে সেইখান থেকে সমাজরে এনালাইজ করা। ফলে তার বেশিরভাগ এসেই অনেকটাই তার প্র্যাক্টিকাল অভিজ্ঞতার উপর বেস করা। এইটা একদিকে যেমন তার স্পেশালিটি, আবার একইভাবে লিমিটেশনও হইতে পারে কিছু ক্ষেত্রে। মাহীন হক ঢাকা অক্টোবর, ২০২৩
Eric Arthur Blair (25 June 1903 – 21 January 1950), better known by the pen name George Orwell, was an English novelist, essayist, journalist, and critic. His work is marked by lucid prose, awareness of social injustice, opposition to totalitarianism, and outspoken support of democratic socialism. George Orwell wrote literary criticism, poetry, fiction, and polemical journalism. He is best known for the allegorical novella Animal Farm (1945) and the dystopian novel Nineteen Eighty-Four (1949). His non-fiction works, including The Road to Wigan Pier (1937), documenting his experience of working class life in the north of England, and Homage to Catalonia (1938), an account of his experiences in the Spanish Civil War, are widely acclaimed, as are his essays on politics, literature, language, and culture. In 2008, The Times ranked him second on a list of "The 50 greatest British writers since 1945 .