নিজ সন্তানকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা পেয়ে জেল খাটছে ডেভিড বুরোজ। বিবেকের দংশনে ভুগতে থাকা নিস্তরঙ্গ জীবনে বাঁচার অবকাশ বলতে যেন আর কিছুই বাকি নেই। প্রিয়তমা স্ত্রী ওকে ছেড়ে নতুন জীবন শুরু করেছে, অসুস্থ বাবা মৃত্যুর সাথে লড়াই করছে। আশেপাশে নেই কোনো বন্ধু, স্বজন। পাঁচ বছর পর হঠাৎ একদিন প্রাক্তন স্ত্রীর ছোটবোন র্যাচেল পুরো জীবনটাকেই যেন ওলট-পালট করে দিতে জেলখানায় উদয় হলো। মেয়েটার হাতে থাকা ছবিটায় যে ছেলেটাকে দেখা যাচ্ছে, তার সাথে ডেভিডের মৃত ছেলে ম্যাথিউর অবিকল মিল। চেহারা, চুল, এমনকি জন্মদাগটা পর্যন্ত মিলে যাচ্ছে। তা কীভাবে সম্ভব? তাহলে পাঁচ বছর আগে যে বাচ্চাটা খুন হয়েছে, সে কে? এতদিন ম্যাথিউ-ই বা কোথায় ছিলো? মনের মাঝে ঘুরপাক খেতে থাকা সব প্রশ্নের উত্তর জানতে জেলখানা থেকে পালাবার পরিকল্পনা করলো ডেভিড। সত্যিই নিজের সন্তানকে খুন করেছে ও? নাকি হয়েছে নিষ্ঠুর কোনো ষড়যন্ত্রের শিকার? হাতে সময় খুবই কম, মনে প্রশ্ন জমেছে অনেক, পিছে লেগে আছে এফবিআই। পুত্রের নিখোঁজ রহস্য ভেদ করতে বাবার ধনুকভাঙা পণ- কোনো কিছুর পরোয়া করবে না সে এবার। পাঠক, টুইস্ট মাস্টার হারলান কোবেনের নতুন থ্রিলার "আই উইল ফাইণ্ড ইউ"-তে আপনি খুঁজে পাবেন বিস্ময়কর এক গল্প।